• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

দুবাই থেকে একসঙ্গে ফিরছে না ভারতীয় দল

হতাশ ভারতবাসী।

যাত্রার শুরুটা একসঙ্গে করেছিল তারা। এবার ঘরে ফেরার পালা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলিরা। তবে ভারতীয় দলের ক্রিকেটাররা দুবাই থেকে এক বিমানে দেশে ফিরছেন না। সকলে আলাদা-আলাদা নিজের মতো করে দেশে ফিরছেন। ক্রিকেটারদের সঙ্গে ফিরছেন না কোচ গৌতম গম্ভীরও।
সামনেই আইপিএল। ঠাসা ক্রিকেট সূচি। ভারতীয় দলের ক্রিকেটারদের বিশ্রামের সুযোগ তেমন নেই। দেশে ফিরেই যোগ দিতে হবে আইপিএলের প্রস্তুতিতে। তাই দুবাই থেকে সরাসরি নিজেদের বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত, কোহলিরা। পরিবারের সঙ্গে দু’তিন দিন কাটিয়ে যে যার আইপিএল দলের প্রস্তুতি শিবিরে যোগ দেবেন তাঁরা। দুবাই থেকে ভারতীয় দলের সদস্যরা দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরুর মতো শহরগুলিতে ফিরছেন নিজেদের সুবিধা মতো। বলা যায়, রবিবার রাতে দল হিসাবে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরের দিনই আলাদা হয়ে গিয়েছে ভারতীয় দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর একসঙ্গে দেশে ফিরেছিলেন ভারতীয় ক্রিকেটাররা। দেশে ফিরে প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন ক্রিকেটাররা। দিল্লি থেকে বিশেষ বিমানে মুম্বই যায় দল। ট্রফি নিয়ে বাসে মুম্বই পরিক্রমা করেছিলেন রোহিত, কোহলিরা। পরে ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্বজয়ীদের সংবর্ধনা দেয় ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
এবার তেমন কিছুই হচ্ছে না। মহিলাদের আইপিএলের জন্য ওয়াংখেড়ে স্টেডিয়ামে সংবর্ধনা অনুষ্ঠান করা সম্ভব নয়। তা ছাড়া, আইপিএলের আগে হাতে তেমন সময় না থাকায় ক্রিকেটাররাও কয়েকটা দিন বিশ্রাম নিতে এবং পরিবারের সঙ্গে কাটাতে চান। তাই দুবাই থেকে যে যার মতো শহরে ফিরছেন। কোচ গম্ভীরও সোমবার বিকালে দিল্লিতে ফিরেছেন।

 

     

বিজ্ঞাপন

Goto Top