• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

পাকিস্তান আমাদের দাঁড়াতেই দেয়নি: বিরাট

ঘুরে দাঁড়ানোর শপথ টিম ইন্ডিয়ার

অলিভিয়া গোমস

দুবাই, ২৫ অক্টোবর, ২০২১

যোগ্য দল হিসেবেই জিতেছে পাকিস্তান। আজ ওরা আমাদের কোণঠাসা করে ফেলেছিল। ম্যাচের পরে এ কথাই বললেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। সাংবাদিক সম্মেলনে বিরাট বলেন, আজ আমরা যা যা করতে চেয়েছি, তার একটাও ঠিকঠাক হয়নি। এর পরেই ভারতীয় টপ অর্ডারের ব্যর্থতা নিয়ে মুখ খোলেন বিরাট। তিনি বলেন, ‍‘‍‘শুরুতেই তিন উইকেট চলে গেলে ম্যাচে ফেরা কঠিন হয়ে যায়। আজ সেটাই হয়েছে। কারণ, পরে ব্যাট করায় শিশির পড়ার মোকাবিলা করতে হবে, তা জানাই ছিল। তাই আরও ২০ রান বেশি হওয়া দরকার ছিল। কিন্তু পাকিস্তানের বোলিং আমাদের তা করতে দেয়নি।’’ কোহালি আরও বলেন, ‍‘‍‘তবে পাকিস্তানের কাছেই হেরে আশঙ্কিত হচ্ছি না। এটা সবে প্রতিযোগিতার শুরু। আরও অনেক ম্যাচ বাকি আছে।’’

     

বিজ্ঞাপন

Goto Top