• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

কেকেআর অনুশীলনে বরুণ-হর্ষিত

বোলিং করলেন দুই বোলার। 

মঙ্গলবার ইডেনে কেকেআর শিবিরে যোগ দিলেন  চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের গুরুত্বপূর্ণ বোলার বরুণ চক্রবর্তী। এছাড়া যোগ দিলেন হর্ষিত রানাও। দু’জনেই বোলিং করেন এদিন।  জানা গিয়েছে, সোমবার রাতেই শহরে ফিরেছেন বরুণরা। এই দুই  বোলার যোগ দেওয়াতে নাইট শিবিরের শক্তি আরও বেড়ে গেল। 

এদিকে দলের অধিনায়ক হয়ে গর্বিত রাহানে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এমন একটা দলের দায়িত্ব পেয়ে আমি গর্বিত। এই সুযোগ দেওয়ার জন্য দলকে ধন্যবাদ। খুব কঠিন দায়িত্ব। গত বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। আমি চাইব সব কিছু সহজ ভাবে রাখতে। এর আগে মুম্বইয়ের হয়ে পণ্ডিত স্যার এবং আমি একসঙ্গে কাজ করেছিলাম। জানি স্যার কী ভাবে দল চালাতে পছন্দ করেন। খুবই শৃঙ্খলাপরায়ণ উনি। জানেন কী ভাবে ক্রিকেটারদের মধ্যে থেকে সেরাটা বার করে আনতে হয়।’
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এই মরসুমে সবচেয়ে বেশি রান করেছিলেন রাহানে। মুম্বই দলের অধিনায়কও ছিলেন তিনি। রাহানে বলেন, ‘আমি দলের ক্রিকেটারদের সঙ্গে সব সময় কথা বলি। মাঠে নিজের মতো খেলতে দিই। আমি মনে করি, দলের সকলে যদি একে অপরকে বুঝতে পারে এবং নিজের মতো খেলতে পারে, তা হলে সাফল্য আসবেই। আমাদের সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হল আবার ট্রফি জেতা। এই দলের অধিনায়ক হয়ে আমি গর্বিত। এই মরসুমে আমরা নিজের সেরাটা দিতে চাই।’

     

বিজ্ঞাপন

Goto Top