• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

আজ কেকেআর অনুশীলনে বরুণ-হর্ষিত 

নতুন কম্বিনেশনের খোঁজে নাইট ম্যানেজমেন্ট।

কেকেআরের অধিকাংশ ক্রিকেটার শিবিরে যোগ দিলেও এ্রখনও পর্যন্ত দলের সঙ্গে যোগ দেননি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের গুরুত্বপূর্ণ বোলার বরুণ চক্রবর্তী। এছাড়া যোগ দেননি হর্ষিত রানাও। জানা গিয়েছে, মঙ্গলবার নাইট শিবিরে যোগ দেবেন তাঁরা। সোমবার রাতেই শহরে ফিরছেন বরুণরা। 
কেকেআর টিম ম্যানেজমেন্ট টিম কম্বিনেশনের খোঁজে রয়েছে। এখনও পর্যন্ত দুটো প্র্যাকটিস ম্যাচ খেলে ফেলল তারা। প্রথম প্র্যাকটিস ম্যাচে দেখা গিয়েছে ভয়ংকর আন্দ্রে রাসেলকে। তাতে মনে করা হচ্ছে এবারও কথা বলছে রাসেলের ব্যাট। পাশাপাশি দলের অন্য ক্রিকেটারদেরও ছন্দে দেখা গিয়েছে। সাংবাদিক সম্মেলনে প্রথম দিন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত সাফ জানিয়েছিলেন, গতবারের মেন্টর গৌতম গম্ভীর নিয়ে আর কথা বলতে চান না। কারণ সেটা অতীত। গতবারের চ্যাম্পিয়ন টিমে যে ধরনের কম্বিনেশন ছিল সেটা নিয়ে আর মাথা ঘামাতে চান না পণ্ডিত। অধিনায়ক রাহানে ও কেকেআর কোচ এবার সম্পূর্ণ একটা আলাদা কম্বিনেশন গড়ে মাঠে নামাতে চান। টিম ম্যানেজমেন্ট আশাবাদী এবারও সাফল্য পাবে দল। আগামী ২২ মার্চ বিরাট কোহলির বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথম ম্যাচ কেকেআরের। ওই ম্যাচের পরেই দেখা যাবে পণ্ডিতদের এই ফর্মুলা কতটা হিট করতে চলেছে।  আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নামার আগে অবশ্য একটা পেয়েছে কেকেআর। চোট পেয়ে এই মরসুম থেকে ছিটকে গিয়েছেন উমরান মালিক। সরকারি বিবৃতি দিয়ে একথা জানিয়ে দিয়েছে কেকেআর। তাঁর জায়গায় নেওয়া হয়েছে চেতন সাকারিয়াকে। 

     

বিজ্ঞাপন

Goto Top