আজ ঢাকে কাঠি আইপিএলের, প্রস্তুত বরুণও
শহরে ঝড়-বৃষ্টির ভ্রুকুটি। কিন্তু ক্রিকেট পাগল মানুষের তাতে কী যায়-আসে! তাণ্ডব উপেক্ষা করেই বিরাটের ব্যাটিং দেখার আশায় মাঠ ভরিয়েছিলেন সমর্থকরা। বছরে একবারই আসে সুযোগ, সদ্ব্যবহার করতেই হবে। দুপুর থেকেই চলছে মেঘ-রোদের লুকোচুরি। অবশেষে সন্ধ্যা নামতেই বরুণ দেবের আক্রোশ। ঘণ্টা খানেক মাত্র অনুশীলন করার সুযোগ পেয়েছিলেন ক্রিকেটাররা। তারপরই ঝাঁপিয়ে বৃষ্টি নন্দনকাননে। কয়েক মিনিটের মধ্যে অনুশীলন শেষ, মাঠ পুরো ঢাকা।
ইডেনের ড্রেনেজ সিস্টেম বলছে, বৃষ্টি পড়লেও সমস্যা নেই। ম্যাচ হবে। কিন্তু শনিবার ম্যাচের সময় বৃষ্টি হলে? সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে বৃষ্টিতে ম্যাচ পণ্ড হওয়ার। অন্তত ব্যাঘাত ঘটার। তবে টিকিটের চাহিদা কিন্তু যথারীতি তুঙ্গে। মানুষের কোনও ভ্রুক্ষেপ নেই খেলা হবে কী হবে না। চড়া দামে চলছে কালোবাজারি। ৯০০ টাকার টিকিট দুই থেকে পাঁচ হাজারে বিক্রি হচ্ছে। যা অবস্থা, তাতে শনিবাসরীয় ইডেন থাকছে হাউসফুল।
অনুশীলনে ঘাটতি হলেও, রীতি মেনে ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এলেন দু’দলের সদস্য। প্রথমে রয়্যাল চ্যালেঞ্জার্সের ব্যাটিং কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। পরে নাইট বোলিংয়ের হার্টথ্রব বরুণ চক্রবর্তী। এদিন বরুণ বলেন, ‘ধারাবাহিকতা বজায় রাখাই আসল কাজ। আমি সেটা নিয়ে অনবরত কাজ করে চলেছি। ধারাবাহিকতা ধরে রাখা সবচেয়ে কঠিন। তাই আমাকে যথেষ্ট পরিশ্রম করতে হচ্ছে। পাশাপাশি বেশ কিছু নতুন ডেলিভারি নিয়েও কাজ করছি। আশা করি কয়েকটা ম্যাচে আপনারা সেটা দেখতেও পাবেন।’
কেকেআর স্পিনারের কথায়, ‘আলাদা করে এই ম্যাচ নিয়ে কিছু বলার নেই। আগের ম্যাচগুলোয় যে ভাবে উইকেট পেয়েছিলাম সেটাই অনুসরণ করতে চাই। আগের ম্যাচগুলোয় পরিস্থিতি পুরোপুরি আমাদের অনুকূলে ছিল। তাই আমি নিজের সেরাটা দিতে পেরেছি।’ তিনি আরও বলেন, ‘দলটা ভালোই হয়েছে। আইপিএলে প্রতিটা ম্যাচই চ্যালেঞ্জিং। সঠিক প্রথম একাদশ চিহ্নিত করে ধারাবাহিক ভাবে ভালো খেলতে পারাই আসল কাজ। আমার ধারণা, এই মরসুমেও আমাদের জন্য দুর্দান্ত কিছু অপেক্ষা করে রয়েছে। আশা করছি, আরসিবির বিরুদ্ধে ম্যাচ খুবই উপভোগ্য হবে।’
আইপিএলে নিয়মের পরিবর্তন হয়েছে। বলে লালা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে বিসিসিআই। যদিও বিষয়টি স্পিনারদের খুব বেশি সাহায্য করবে তা মানতে নারাজ বরুণ। তাঁর কথায়, ‘আমি জানি যে নিয়মের পরিবর্তন হয়েছে এবং বলে লালা ব্যবহার করা যাবে। কিন্তু এটা খুব বেশি স্পিনারদের সাহায্য করবে বলে আমি মনে করি না। দ্বিতীয় ইনিংসে দু’টি বল ব্যবহার করার যে নিয়ম চালু হচ্ছে, সেটা একটা সুবিধা করতে পারে। কারণ শিশিরের ফ্যাফ্টর সেক্ষেত্রে অনেকটাই কমবে।’ পাওয়ার প্লেতেও বরুণকে বল করতে হতে পারে। এই বিষয়ে মিস্ট্রি স্পিনার বলেন, ‘আমরা জানি আরসিবি দলের ব্যাটিং অত্যন্ত শক্তিশালী। কিন্তু আমরা আমাদের মতো করে প্রস্তুতি নিচ্ছি। তবে আমাকে কখন বোলিং করতে হবে, সেটা নির্ভর করছে অধিনায়কের ওপর। আমি আমার মতো করে প্রস্তুতি নিয়ে রাখছি। আমি এর আগে ডেথ ওভার এবং পাওয়ার প্লে-তে বোলিং করেছি।’
পাশাপাশি, গতবারের মতো একই প্রস্তুতি নিয়ে নামছে বলে জানালেন বরুণ। বিরাট কোহলিকেও বল করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।