• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

কেকেআর-বেঙ্গালুরু ম্যাচে টেস্ট জার্সি পড়ে মাঠে আসবে কোহলি সমর্থকরা

বিরাটকে সম্মান। 

ভারত-পাকিস্তান সংঘাতের কারণে গত শুক্রবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল আইপিএল। এক সপ্তাহ বন্ধ থাকার পর তা আবার শুরু হতে চলেছে। শনিবার প্রথম ম্যাচে চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি কেকেআর ও বেঙ্গালুরু। সেই ম্যাচে গ্যালারিতে না-ও দেখা যেতে পারে বিরাট কোহলিদের আইপিএল জার্সি। তেমনটাই আর্জি জানিয়েছেন বেঙ্গালুরুর সমর্থকরা।
চিন্নাস্বামীতে আইপিএলের ম্যাচে সাধারণত গোটা স্টেডিয়াম লাল হয়ে যায়। বেঙ্গালুরুর আইপিএল জার্সির বাইরে অন্য কোনও জার্সি দেখতে পাওয়া যায় না। কিন্তু শনিবার কেকেআর ম্যাচে তা না-ও দেখা যেতে পারে। নেপথ্যে বিরাট কোহলি। সোমবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কোহলি। তাঁকে সম্মান জানাতেই এই পরিকল্পনা করেছেন বেঙ্গালুরুর সমর্থকরা।
ইতিমধ্যেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বেশ কয়েকটি ফ্যান পেজে এই বার্তা দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে, যেহেতু কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তাই তাঁকে সম্মান জানাতে শনিবারের ম্যাচে সকলকে ভারতের টেস্ট জার্সি পরে মাঠে আসার অনুরোধ করা হচ্ছে। টেস্ট থেকে অবসর নেওয়ার পরে এভাবেই তাঁদের প্রিয় ক্রিকেটারকে সম্মান জানাতে চাইছেন বেঙ্গালুরুর সমর্থকরা।
ফ্যান পেজের সেই আবেদন সাড়া ফেলেছে। বেশির ভাগ মন্তব্যেই দেখা যাচ্ছে, তাঁরা ঠিক করে নিয়েছেন যে সাদা জার্সিতে মাঠে যাবেন। অনেকে জানিয়েছেন, বেঙ্গালুরুর জার্সির দোকানে কোহলির টেস্ট জার্সি কেনার প্রবণতা বেড়ে গিয়েছে। অনেকে দোকান ঠিক করেছে, আগামী দু’এক দিনের মধ্যে যত বেশি সম্ভব কোহলির টেস্ট জার্সি তৈরি করবে তারা। যা পরিস্থিতি তাতে শনিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে চার দিকে শুধু সাদা জার্সি দেখা যেতে পারে।
সোমবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন কোহলি। তার কয়েকদিন আগে সাদা জার্সিকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মাও। অর্থাৎ, তাঁদের এরপর শুধু ভারতের এক দিনের দলে দেখা যাবে। তার আগে আইপিএলে দেখা যাবে দুই তারকাকে। কোহলির জন্য বিশেষ পরিকল্পনা করেছেন তাঁর সমর্থকরা।

     

বিজ্ঞাপন

Goto Top