• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

বিরাট-ময় ইডেনে রাসেলের তাণ্ডব

কোহলিকে নিয়ে উচ্ছ্বসিত কলকাতাবাসী। 

শহর কলকাতায় এখন দু’টি উৎসব। এক দুর্গোৎসব। আর দুই আইপিএল। ২২ মার্চ ঢাকে কাঠি পড়ছে এবারের আইপিএলে। অর্থাৎ আর ৪৮ ঘণ্টাও সময় নেই উৎসব শুরু হতে। এবার তো আনন্দের পরিমাণটাও দ্বিগুণ। কারণ, উদ্বোধনী অনুষ্ঠানও হবে ইডেনেই।
শনিবার ম্যাচ শুরুর আগে আধ ঘণ্টা জমকালো অনুষ্ঠান হবে ইডেনে। যেখানে বলি তারকাদের পাশাপাশি থাকবে ড্রোন শো এবং আতশবাজির প্রদর্শনী। সন্ধে ৬টা থেকে শুরু হবে এই অনুষ্ঠান। পারফর্ম করবেন শ্রেয়া ঘোষাল, দিশা পাটানির মতো তারকারা। ইতিমধ্যেই নেতাজি ইন্ডোরে চলছে তার ড্রেস রিহার্সাল। দর্শকদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। নন্দনকাননে ৬৫ হাজার দর্শকদের জন্য থাকছে চশমা এবং রিস্ট ব্যান্ড। উদ্বোধনী অনুষ্ঠানের সময় ফ্লাডলাইট বন্ধ রাখা হবে বলেও খবর।
এদিকে, আলিপুর আবহাওয়া দফতর এই ম্যাচ নিয়ে খুব একটা আশার বাণী শোনাতে পারছে না। কারণ আগামী কয়েক দিন কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে রাজ্যজুড়ে। কলকাতাও তার ব্যতিক্রম নয়। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকেই ঝড়বৃষ্টি শুরু হয়ে যাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছেন আবহবিদরা। বৃষ্টি চলবে শনিবারও। ঝড়বৃষ্টি হলে খেলা ভেস্তেও যেতে পারে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলার উপকূলে। বায়ুপ্রবাহও অনুকূলে রয়েছে। সেই কারণেই ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যে।
বুধবারই শহরে পা রেখেছে আরসিবি। বৃহস্পতিবার অনুশীলন করেছে তারা। গোটা দল অনুশীলনে এলেও, বিরাট আসেন বেশ কিছুটা দেরিতে। আর বিরাটকে দেখার জন্য মাঠের বাইরে যেমন উৎসাহ ছিল মানুষের, গ্যালারির মধ্যেই ঠিক তাই। নেটে দীর্ঘক্ষণ সময় কাটান বিরাট। সবথেকে বেশি ক্ষিপ্র ছিলেন অজি পেসার জস হ্যাজেলউডের প্রতি। তিনি বল করতে এলেই বড়ো শটের দিকে ঝুঁকেছেন কোহলি। এককথায়, এদিন ইডেন ছিল পুরো বিরাটময়।
আরসিবি প্র্যাকটিসে আসার এক ঘণ্টা আগে নেমে পড়েছিল কেকেআর। ভরত অরুণের তত্ত্বাবধানে বোলারদের স্পট ইয়র্কারের ওপর জোর দেওয়া হয় এদিন। তবে বিরাটের মতোই পাল্লা দিলেন দ্রে রাস। আন্দ্রে রাসেল এদিন অনুশীলন পর্বে ছিলেন ভিন্ন মেজাজে। কোনও নাইট বোলারকেই রেয়াত করেননি তিনি। ক্যাপ্টেন্স মিট-এ যাওয়ায় অবশ্য দু’দলের অধিনায়ক রজত পাটিদার এবং অজিঙ্কা রাহানে অনুপস্থিত ছিলেন এদিনের অনুশীলন পর্বে।

     

বিজ্ঞাপন

Goto Top