• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

বৃন্দাবনে বিরুষ্কা

প্রেমানন্দ গোবিন্দ শরণ মহারাজের আশ্রমে গিয়েছেন বলে খবর। 

সোমবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরই জানা গিয়েছিল, স্ত্রী অনুষ্কা শর্মা ও সন্তানদের নিয়ে বিমান ধরেছেন তিনি। কিন্তু কোথায় যাচ্ছিলেন, সেকথা জানা ছিল না কারও। মঙ্গলবার তাঁকে দেখা গেল বৃন্দাবনে। সঙ্গে স্ত্রী এবং দুই সন্তান। তাঁরা প্রেমানন্দ গোবিন্দ শরণ মহারাজের আশ্রমে গিয়েছেন বলে খবর। 
মাঝেমধ্যেই কোহলি এবং তাঁর পরিবার বৃন্দাবনে যান। এর আগেও বিভিন্ন ধর্মস্থানে দেখা গিয়েছে তাঁদের। মঙ্গলবার কোহলিকে দেখা যায় সাদা রঙের জামা পরে। তাঁর মুখে ছিল মাস্ক। অনুষ্কার মুখেও মাস্ক ছিল। একটি সাদা গাড়ি করে বৃন্দাবনের রাস্তায় তাঁদের দেখা গিয়েছে। ভারতের অন্যতম সেরা ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবশ্য অবসর নেননি। একদিনের ক্রিকেট খেলবেন। তবে এর আগে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন কোহলি। এবার ছাড়লেন টেস্ট ক্রিকেটও।
এই বছর জানুয়ারিতে বৃন্দাবনে দেখা গিয়েছিল বিরাটদের। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ শেষ করে দেশে ফিরে সেখানে গিয়েছিলেন বিরুষ্কা। ১৭ মে শুরু আইপিএলের বাকি অংশ। আরসিবির হয়ে মাঠে নামার আগে আরও একবার বৃন্দাবনে তাঁরা।

     

বিজ্ঞাপন

Goto Top