• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

দর্শকদের স্মারক বল ছুড়লেন বিরাট

উচ্ছ্বসিত বেঙ্গালুরুর সমর্থকরা।

বিরাট এবং বেঙ্গালুরু। এই ভালোবাসা অটুট। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে কিং কোহলি নামা মানেই গ্যালারিতে বিরাট গর্জন। আরসিবির আনবক্সিং অনুষ্ঠানেও এর অন্যথা হল না। আইপিএলের মেগা অকশনের পর প্রতিটি স্কোয়াডেই নানান বড়ো ধরনের বদল হয়েছে। আরসিবিতেও তাই। আইপিএলের শুরু থেকেই আরসিবিতে বিরাট কোহলি। এই জুটি এখনও অক্ষুণ্ণ রয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অবশ্য মরসুম শুরু করছে অ্যাওয়ে ম্যাচ দিয়ে। কলকাতার ইডেন গার্ডেন্সে ১৮তম সংস্করণের উদ্বোধনী ম্যাচ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের সামনে বিরাট কোহলিরা।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অনেক আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছিল। কোচ অ্যান্ডি ফ্লাওয়ার, ব্যাটিং কোচ দীনেশ কার্তিক কাজ চালিয়ে গিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা ক্রিকেটাররা অবশ্য দেরিতে যোগ দিয়েছেন। বিরাট কোহলিও তাই। সদ্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারতীয় দল। ফাইনালের মঞ্চে রান না পেলেও টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন কিং কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরিও করেছেন। আইপিএলেও বিরাটের সেরা পারফরম্যান্স দেখার অপেক্ষায়।
আরসিবির সমর্থকরা আইপিএলের সেরাও বলা যায়। টুর্নামেন্টের ১৭টি মরসুম কেটে গিয়েছে। একবারও ট্রফি জিততে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও সমর্থকরা হাল ছাড়েননি। সেই একই এনার্জি তাঁদের মধ্যে। আরসিবির আনবক্সিং অনুষ্ঠানে গ্যালারিতে বিরাট গর্জন। কিং কোহলিও তারিয়ে উপভোগ করলেন সেই মুহূর্ত। সমর্থকদের জন্য বিশেষ উপহারও ছিল। স্মারক বল। দলের প্লেয়াররা তা গ্যালারির দিকে ছুড়লেন সমর্থকদের উপহার হিসাবে। কিং কোহলিও হাসিমুখে বল ছুড়লেন। বেশি খুশি হলেন, গ্যালারিতে সেটা ক্যাচ হলে। এই ভাবেই শুরুটা হল বিরাটের। এবার মরসুম শুরুর অপেক্ষা।

     

বিজ্ঞাপন

Goto Top