• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন বিরাট

নতুন অধিনায়ক নিয়ে শুরু জল্পনা। 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের শেষ ম্যাচে হারের পরের দিনই টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন বিরাট কোহলি। শনিবার টুইটারে পোস্ট করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন তিনি

২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরে প্রথম বার টেস্ট দলের অধিনায়কত্ব পেয়েছিলেন বিরাট। প্রথম টেস্টে ধোনির চোট থাকায় তিনি অধিনায়কের দায়িত্ব সামলান। সেই সিরিজেরই তৃতীয় টেস্টে অবসর ঘোষণা করেন ধোনি। ফলস্বরূপ শেষ টেস্টেও বিরাটের হাতেই থাকে অধিনায়কের দায়িত্ব। তারপরেই তিনি পাকাপাকিভাবে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক দায়িত্ব পান

কোহলি টুইটারে লেখেন, “গত সাত বছর ধরে প্রতিদিন কঠোর পরিশ্রম, একটানা ধৈর্য দেখিয়ে দলকে একটা সঠিক দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। সম্পূর্ণ সততার সঙ্গে এই কাজ করেছি এবং কিছু বাদ রাখিনি। কোনও একটা স্তরে এসে সবকিছুই একসময় থেমে যায়। আমার কাছে ভারতীয় দলের টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার সময় এসে গিয়েছিতিনি আরও লেখেন, “এই যাত্রাপথে অনেক উত্থান এবং কিছু পতন হয়েছে। কিন্তু কখনও চেষ্টা বা বিশ্বাসের খামতি থাকেনি। যাই করি না কেন, বরাবর নিজের ১২০ শতাংশ দেওয়ার চেষ্টা করেছি। যদি সেটা না পারি, তা হলে আমি জানি এটা সঠিক কাজ নয়। আমার দলের প্রতি আমি অসৎ হতে পারি নাবিরাট বলেন, “এত দীর্ঘ সময় ধরে আমায় দেশের নেতৃত্ব দেওয়ার সুযোগ প্রদানের জন্য বিসিসিআইকে ধন্যবাদ জানাই। আরও বেশি করে ধন্যবাদ জানাচ্ছি আমার সতীর্থদের, যারা প্রথম দিন থেকে দলকে নিয়ে আমার যে লক্ষ্য ছিল, তার সঙ্গী হয়েছে। কোনও পরিস্থিতিতে তারা হাল ছাড়েনি। তোমরা এই যাত্রাকে এতটা সুন্দর এবং স্মরণীয় করে তুলেছ।

     

বিজ্ঞাপন

Goto Top