• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

দক্ষিণ আফ্রিকা সফরে প্রধান কোচ লক্ষণ

টি-টোয়েন্টি সিরিজে সূর্যকুমারদের কোচিং করাবেন ভিভিএস। 

দক্ষিণ আফ্রিকায় নতুন দায়িত্বে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষণ। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজে  ২০২৪ ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হতে চলেছেন তিনি। কারণ চিফ কোচ গৌতম গম্ভীর বর্ডার-গাভাসকর ট্রফির জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন। 
লক্ষণ ন্যাশনাল ক্রিকেট একাডেমীর (এনসিএ) প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন। ৮ নভেম্বর থেকে শুরু হওয়া চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা সফরের সময় ভারতীয় ক্রিকেট দলের দায়িত্বে থাকবেন তিনি। বিসিসিআই আগেই এই সিরিজের জন্য দল ঘোষণা করেছিল।
 ডারবানের কিংসমিড ক্রিকেট স্টেডিয়ামে ৮ নভেম্বর থেকে শুরু হওয়া চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য সূর্যকুমার যাদব সহ নবাগত রমনদীপ সিং, বিজয়কুমার ভিশক এবং যশ দয়ালও আছেন।  গৌতম গম্ভীর ২২ নভেম্বর থেকে শুরু হওয়া বর্ডার-গাভাসকর ট্রফির জন্য অস্ট্রেলিয়া যাবেন।  এর আগে এই বছরের শুরুতে যখন শুভমান গিলের নেতৃত্বাধীন দল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য জিম্বাবুয়ে সফর করেছিল। সেই দলের ও কোচ ছিলেন লক্ষণ । 

     

বিজ্ঞাপন

Goto Top