• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

বিশ্বকাপে ওয়ার্নারই ওপেন করবেন, জানিয়ে দিলেন ফিঞ্চ

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন এই অজি ওপেনার।

চলতি আইপিএলে খারাপ ফর্মের জন্য সানরাইজার্স হায়দরাবাদ দল থেকে বাদ পড়তে হয় ডেভিড ওয়ার্নারকে। টি-টোয়েন্টি ফরম্যাটে বহুদিন ধরেই ফর্মে নেই তিনি। চলতি বছর ভারতের মাটিতে যখন আইপিএলে শুরু হয়েছিল, তখনও ব্যাটে রানের খরা চলছিল ওয়ার্নারের। যার জেরে অধিনায়কত্ব হারাতে হয়েছিল তাঁকে। কিন্তু মরুশহরে দ্বিতীয় পর্বের শুরুতেও অবস্থার কোনও পরিবর্তন হয়নি।

যথারীতি ওপেন করতে নেমে দ্রুত প্যাভিলিয়নের পথ ধরছিলেন ওয়ার্নার। ফলে তাঁকে বসাতে বাধ্য হয় সানদের টিম ম্যানেজমেন্ট। একে তো চূড়ান্ত অফফর্মে রয়েছেন ওয়ার্নার, তার ওপর আবার টি-টোয়েন্টি বিশ্বকাপও আয়োজিত হবে এই আমিরশাহিতেই। ফলে অনেকেই ভেবেছিলেন, বিশ্বকাপে অস্ট্রেলিয়াও হয়তো ওয়ার্নারকে প্রথম একাদশে রাখা নিয়ে দ্বিধায় থাকবে।

কিন্তু এই সব জল্পনা উড়িয়ে দিয়ে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ পরিষ্কার জানিয়ে দিলেন, বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে ইনিংসের সূচনা করবেন ডেভিড ওয়ার্নারই। বিশ্বকাপে অংশ নিতে অস্ট্রেলিয়া থেকে আমিরশাহির উদ্দেশে রওনা দেওয়ার আগে এই প্রসঙ্গে ফিঞ্চ বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। ও অস্ট্রেলিয়ার প্রতিটি ফরম্যাটেরই অন্যতম সেরা ক্রিকেটার। ওর প্রস্তুতি সম্পর্কে আমার কোনও সন্দেহ নেই। ওয়ার্নার হায়দরাবাদের হয়ে খেলতে ভালোবাসে। আমি জানি, ও এখনও নিয়মিত অনুশীলন করে যাচ্ছে। আর আমি নিশ্চিত, ও সেরা হয়েই ফিরবে।’

আমিরশাহিতে প্রথম দুই ম্যাচে যথাক্রমে ০ ও ২ রান করেন ওয়ার্নার। এরপর তিনি বাদ পড়েন তিনি। আইপিএলে যোগ দেওয়ার আগে জাতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন। বাঁহাতি ওপেনার। তবুও তাঁর ওপরই পূর্ণ আস্থা রাখছেন অধিনায়ক। উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে সরাসরি সুপার টুয়েলভে খেলা অস্ট্রেলিয়া ২৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু করবে অভিযান

     

বিজ্ঞাপন

Goto Top