সাত উইকেটে জয় হরমনপ্রীতদের।
প্রথমবার মেয়েদের আইপিএল চ্যাম্পিয়ন হল মুম্বই ইন্ডিয়ান্স। দিল্লি ক্যাপিটালসকে সাত উইকেটে হারিয়ে দিল তারা।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩১ রান তোলে দিল্লি। জবাবে ১৯.৩ ওভারে ৩ উইকেটে ১৩৪ রান তুলে নেয় মুম্বই। দিল্লির হয়ে অধিনায়ক মেগ ল্যানিং (৩৫) ও শিখা পান্ডে (অপারাজিত ২৭) ও রাধা যাদব ( অপরাজিত ২৭ রান) ভাল ব্যাটিং করেন। মুম্বইয়ের হয়ে ন্যাট সিভার ( অপরাজিত ৬০) ও হরমনপ্রীত কৌর (৩৭) দলকে চ্যাম্পিয়ন করতে সাহায্য করেন।