• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

জবাব দিলেন ঋদ্ধিমান

ভুল প্রমাণ করে খুশি ঋদ্ধিমান। এই নিয়ে দ্বিতীয় বার আইপিএল ট্রফি জিতলেন বঙ্গসন্তান এই কিপার-ব্যাটার। আইপিএল ফাইনাল খেললেন পঞ্চম বার।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক।

৩১ মে, ২০২২

প্রথম বার আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে খেলতে নেমেই চ্যাম্পিয়ন। অথচ আইপিএলের নিলামে বঙ্গসন্তান উইকেটকিপার ঋদ্ধিমান সাহা অবিক্রিত থেকে গিয়েছিলেন প্রথম দিন। নিলামের দ্বিতীয় দিন তাঁকে দলে নেয় গুজরাত টাইটান্স। গুজরাতের জয়ের পরেই সেই অসম্মানের উত্তর দিলেন ঋদ্ধি। ভারতীয় দল থেকে তাঁকে যোগ্যতা সত্ত্বেও অন্যায় ভাবে বাদ দেওয়া হয়েছে। ঘৃণ্য ক্রিকেট-রাজনীতির শিকার হয়ে বাংলা দল থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন ঋদ্ধি। পাঁচ বার ফাইনাল খেলে দু’বারের চ্যাম্পিয়ন ঋদ্ধিমান।

 

ফাইনালের পরে ঋদ্ধি বলেন, ‍‘‍‘নিলামের পরে অনেকেই বলেছিলেন, আমাদের দলের অবস্থা ভাল নয়। কিন্তু আমরা তাঁদের ভুল প্রমাণিত করেছি। চেষ্টা করেছি নিজেদের লড়াকু মনোভাব কাজে লাগিয়ে প্রতি ম্যাচে জয় ছিনিয়ে আনার। এই জয় দলগত সংহতির জয়।’’

     

বিজ্ঞাপন

Goto Top