• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

ইস্টবেঙ্গলের ১০৩ তম প্রতিষ্ঠা দিবসে তারকা সমাবেশ

সম্মানিত লিয়েন্ডার ও ঝুলন

আজ ১লা আগস্ট ২০২২, ইস্টবেঙ্গল ক্লাবের ১০৩ তম প্রতিষ্ঠা দিবসে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বিকেল ৫ টা থেকে I অনুষ্ঠানে ছিলেন ক্লাবের অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা রাজা সুরেশ চৌধুরীর নাতি অমরেশ চৌধুরী। ক্লাবের সভাপতি ডাঃ প্রণব দাশগুপ্ত বিদেশে থাকার দরুন অনুষ্ঠানের সভাপতির আসন অলংকৃত করেন ক্লাবের বরিষ্ঠ সহ সভাপতি অ্যাডভোকেট অজয় কৃষ্ণ চ্যাটার্জি। অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন ইমামি গ্রূপের পক্ষ থেকে আদিত্য আগরওয়াল এবং মনীশ গোয়েঙ্কা, ছিলেন প্রাক্তন অলিম্পিয়ান ভেস পেজ। মঞ্চে উপস্থিত ছিলেন ক্লাব সচিব কল্যাণ মজুমদার। উপস্থিত ছিলেন কলকাতা কর্পোরেশন এর মেয়র জনাব ফিরহাদ হাকিম, দমকল মন্ত্রী শ্রী সুজিত বসু I ছিলেন স্পোর্টস সেক্রেটারি শ্রী সুব্রত বিশ্বাস I ছিলেন বহু বিশিষ্ট প্রাক্তন খেলোয়াড় I সঞ্চালনায় ভূমিকায় ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও ক্রীড়া সাংবাদিক ডাঃ পল্লব বসু মল্লিক। ছিলেন ইমামি ইস্টবেঙ্গল ক্লাবের কোচ বিনু জর্জI এসেছিলেন মোহনবাগান এবং মহামেডান ক্লাবের অফিসিয়াল রাও I 

অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সৈকত মিত্র। 

এই মহতী অনুষ্ঠানে মানুষের চিকিৎসার জন্য দুই লক্ষ টাকা ডাঃ অভিজিৎ চৌধুরীর 'লিভার ফাউন্ডেশনের' হাতে অর্পণ করা হলো।

অনুষ্ঠানে যাঁদেরকে সম্মানিত করা হলো, তাদের তালিকা নিচে তুলে ধরা হলো : 

পঙ্কজ গুপ্ত মেমোরিয়াল এবং প্রতুল চক্রবর্তী মেমোরিয়াল রেফারি'র  সম্মানে সম্মানিত করা হলো শ্রী সুপ্রিয় ভট্টাচার্য এবং শ্রী তপন হালদারকে।

পুষ্পেন  সরকার  মেমোরিয়াল  চিত্র  সাংবাদিক  সম্মানে সম্মানিত করা হলো বিশিষ্ট  চিত্র  সাংবাদিক শ্রী সুবীর মজুমদারকে। 
অজয় বোস  মেমোরিয়াল  সাংবাদিক  সম্মানে সম্মানিত করা হলো বিশিষ্ট সাংবাদিক শ্রী লোকেন্দ্র প্রতাপ শাহিকে। 

ডাঃ রমেশ চন্দ্র (নসা) সেন মেমোরিয়াল ‘জীবনকৃতি সম্মানে’ সম্মানিত করা হলো ক্লাবের প্রাক্তন অধিনায়ক শ্রী গৌতম সরকারকে।

ব্যোমকেশ বোস মেমোরিয়াল ‘জীবনকৃতি সম্মানে’ সম্মানিত করা হলো ক্লাবের প্রাক্তন  অধিনায়ক  শ্রী স্বপন সেনগুপ্তকে।

'ভারত গৌরব' সম্মানে সম্মানিত করা হলো প্রখ্যাত টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজকে। 

'ভারত গৌরব' সম্মানে সম্মানিত করা হলো প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়িকা ঝুলন গোস্বামীকে। 

সভ্য সমর্থকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে আরো প্রাণবন্ত করে তোলে।

     

বিজ্ঞাপন

Goto Top