ফেডারেশনে আসছেন নতুন সচিব।
অবশেষে বিভিন্ন বিতর্কে জড়িয়ে এআইএফএফ-র সচিব পদ থেকে পদত্যাগ করলেন কুশল দাস।
সম্প্রতি মিনর্ভার মালিক রঞ্জিত বাজাজ কুশল দাসের বিরুদ্ধে শীলতাহানীর অভিযোগ করেছিলেন। তখন থেকেই বিতর্ক শু্রু। পাশাপাশি ফেডা্রেশনের আরও কর্মকাণ্ডে বিতর্কে জড়িয়ে পড়ে ছিলেন। বিভিন্ন মহল থেকে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠছিল। ছুটিতে গিয়েছিলেন ফেডারেশন সচিব। ছুটি থেকে ফিরেই পদত্যাগ করলেন কুশল। এরপর ফেডারেশনকে নতুন সচিব খুঁজতে হবে।