• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

কোপায় পর পর দু’ম্যাচে গোল করলেন মার্তিনেস, জয় আর্জেন্টিনার

কোয়ার্টারে মেসিরা। 

বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা এখনও পর্যন্ত অপরাজিত কোপা আমেরিকায়। পর পর দু’ম্যাচে জয় তুলে নিল তারা। দু’ম্যাচেই গোল করলেন লাউতারো মার্তিনেস। দু’টি ম্যাচেই ৮৮ মিনিটের মাথায় গোল করলেন তিনি।

কোপা আমেরিকায় আর্জেন্টিনা মাত্র দু’বার হেরেছিল চিলির বিরুদ্ধে। সেই দু’বারই ম্যাচ গড়িয়েছিল পেনাল্টিতে। নির্ধারিত সময়ের মধ্যে কখনও লিয়োনেল মেসিদের হারাতে পারেনি চিলি। বুধবার সকালে যদিও ড্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। ৮৮ মিনিট পর্যন্ত কোনও দলই গোল করতে পারেনি। তবে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল আর্জেন্টিনা। কিন্তু গোলের মুখ খুলতে পারছিলেন না মেসিরা।

৮৮ মিনিটের মাথায় কর্নার থেকে বল তোলেন মেসি। সেই বল গোল মুখ থেকে ওড়াতে গিয়ে ব্যর্থ হন চিলির ডিফেন্ডারেরা। সুযোগ কাজে লাগান মার্তিনেস। ফাঁকা দাঁড়িয়ে ছিলেন তিনি। সেই সময় বল চলে আসে তাঁর পায়ে। সুযোগসন্ধানী স্ট্রাইকার ভুল করেননি। চকিতে বল জালে জড়িয়ে দেন।

 

     

বিজ্ঞাপন

Goto Top