জোড়া গোল করলেন আলভারেজ।
অনবদ্য লিওনেল মেসি। ফের দেখিয়ে দিলেন তিনি কেন সেরা।
সেমিফাইনালে কার্যত একপেশে লড়াইয়ে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্তিনা। পেনাল্টি স্পট থেকে একটি গোল করলেন মেসি। তবে এদিন মেসিকে ছাপিয়ে শিরোনাম কুড়িয়ে গেলেন তরুণ তারকা জুলিয়ান আলভারেজ। দুটি গোল এল তরুণ স্ট্রাইকারের পা থেকে। আলভারেজের দ্বিতীয় গোলের রাস্তা অবশ্য গড়ে দিয়েছেন মেসিই। বিরতির সময় দু’গোলে এগিয়ে ছিল আর্জেন্তিনা। বিরতির পরে ফের এক গোল দেন মেসিরা।