১০২ গোল লিও-র।
হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি। মুলত তাঁর হ্যাটট্রিকের জন্যই অচেনা প্রতিপক্ষ কুরাসাও উড়ে গেল। ফ্রেন্ডলি ম্যাচে আর্জেন্তিনা জিতল ৭-০ গোলে।
এই ম্যাচের আগে মেসির গোলসংখ্যা ছিল ৯৯। কুরাসার বিরুদ্ধে হ্যাটট্রিকের পরে এখন এলএমটেনের গোলসংখ্যা ১০২। পর্তুগালের জার্সি গায়ে ১০০-র বেশি গোল অনেকদিন আগেই করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এখন তাঁর গোলসংখ্যা ১২২। এরপর রয়েছেন আলি দায়ি (১০৭)। রোনাল্ডোকে ছুঁতে আরও ২০ গোল দরকার মেসির।