বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব।
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ইকুয়েডরের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করল আর্জেন্টিনা। দলের হয়ে একমাত্র গোলটি করলেন লিওনেল মেসি। ১-০ গোলে জয় পেল আর্জেন্টিনা।
ম্যাচের ৭৮ মিনিটে মেসির করা একমাত্র গোলেই জিতল আর্জেন্টিনা। ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। এবার লড়াই বিশ্বকাপ ধরে রাখার। সেই লড়াইয়ে নামে শুক্রবার ভোরে। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে ফ্রি কিক থেকে গোল করেন মেসি। ডি বক্সের ঠিক বাইরে থেকে ফ্রি কিক নেওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। বাঁপায়ের ভাসানো শটে বল জালে জড়িয়ে দেন মেসি। গোলরক্ষক নড়ার সময়ও পাননি।