• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

ঘরের মাঠে পানামাকে হারিয়ে বিশ্বকাপ জয়ের সেলিব্রেশন আর্জেন্তিনার

কেরিয়ারের ৮০০ গোলের মাইলফলক মেসির

পানামার বিরুদ্ধে ২-০ গোলে জিতল আর্জেন্তিনা। ম্যাচের ৭৮ মিনিটে দলকে এগিয়ে দেন থিয়াগো আলমাডা। শেষ মুহূর্তে গোল করলেন লিওনেল মেসি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরে ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন এলএমটেন। ঘরের মাঠে এই ঘরের পরে বিশ্বকাপ জয়ের সেলিব্রেশন মাতল আর্জেন্তিনা।

ম্যাচের পরে মেসি বলেন, ‍‘‍‘কোপা আমেরিকা জয়ের পরে বিশ্বকাপ। এত ভালবাসা পাচ্ছি। সকলকে ধন্যবাদ। বিশ্বকাপ শুরুর আগে সকলকে বলেছিলাম চেষ্টা করব। এই দিনটা আমাদের জীবনে এসেছে। তবে সেই সব সতীর্থদের ভুলব না, যাঁরা  সর্বস্ব দিয়ে দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করাতে চেষ্টা করেছিলেন।’’

     

বিজ্ঞাপন

Goto Top