• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে  আলমাদার গোলে জয় আর্জেন্তিনার

উরুগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে দিল আকাশি-সাদা ব্রিগেড।

বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে ম্যাচে উরুগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও পোক্ত করল আর্জেন্তিনা।  লিওনেল মেসি চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন আগেই। ছিলেন না দিবালা, লাউতারো মার্টিনেজও। তবে এত সব ‘নেই’-এর মধ্যেও উজ্জ্বল হয়ে উঠলেন থিয়াগো আলমাদা। তাঁর করা একমাত্র গোলে জয় পেল আর্জেন্তিনা। 

প্রথমার্ধে স্কোর লাইন ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে লিওনেল স্কোলানির ছেলেরা খোলস ছেড়ে বেরনোর চেষ্টা করেন। পরিস্থিতির খুব একটা বদল আসেনি। একের পর এক ফরোয়ার্ড পাস খেলার সৌন্দর্য নষ্ট করছিল। গোলের সুযোগ তো দূরের কথা, দুই দলই বিপক্ষের ডিফেন্স লাইনে গিয়ে খেই হারিয়ে ফেলছিল। আলমাদা সবকিছু বদলে দেন। গোটা ম্যাচে প্রথমবারের মতো জায়গা করে নেন আটলান্টা ইউনাইটেডের প্রাক্তন এই মিডফিল্ডার। ম্যাচের বয়স তখন ৬৮ মিনিট। ডি বক্সের বাইরে থেকে ডান পায়ে দূরপাল্লার জোরালো শট নেন আলমাদা। অনবদ্য এই গোলে জয় নিশ্চিত করে আর্জেন্তিনা।

     

বিজ্ঞাপন

Goto Top