• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

স্পেনে গিয়ে আইএসএলের প্রস্তুতি নেবেন অরিন্দম

ভিসা এসে গেলেই উড়ে যাবেন। 

গত মরশুমটা তাঁর তেমন ভাল না কাটায় বার আর ঝুঁকি নিতে চান না গোলকিপার অরিন্দম ভট্টাচার্য স্পেনে যাচ্ছেন প্রস্তুতি নিতে সেখানে তিনি মাস খানেক মারবেয়া এফসি ক্লাবের প্রথম দলের সঙ্গে অনুশীলন করে তার পরে দেশে ফিরবেন সবচেয়ে বড় কথা এই এক মাস স্পেনে অনুশীলন করতে যাওয়ার জন্য তিনি কোনও ক্লাব বা স্পনসরের আর্থিক পৃষ্ঠপোষকতা পাচ্ছেন না পুরোপুরি ব্যাক্তিগত উদ্যোগে স্পেনে যাচ্ছেন নিজেকে ফর্মে ফিরিয়ে আনার উদ্দেশ্যে

বার মরশুম শুরুর আগে নিজেকে ফর্মে ফেরানোর সংকল্প নিয়েছেন। তাই তিনি স্পেনে গিয়ে প্রস্তুতির সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। এই বিষয়ে অরিন্দম বলেন, “স্পেনের মারবেয়ায় যাচ্ছি ট্রেনিং নিতে ওখানকার ক্লাব মারবেয়া এফসি-তে। ওদের গোলকিপার কোচ যিনি আছেন, তাঁর সঙ্গে কথা হয়েছে আমার। উনি জানতে চেয়েছিলেন, কী ধরনের ট্রেনিং করি আমি। আমার ট্রেনিংয়ের কিছু ভিডিও ক্লিপিংস এবং যে সমস্ত বিদেশি কোচেদের সঙ্গে ট্রেনিং করেছি, তার কিছু ভিডিও ক্লিপিংসও পাঠিয়েছি। সেগুলো দেখার পরে উনি আমাকে জানিয়েছেন, ওদের দলের সঙ্গেই আমি ট্রেনিং করতে পারব। ভিসার জন্য আবেদন করেছি। ভিসা এসে গেলেই চলে যাব

 

     

বিজ্ঞাপন

Goto Top