• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ড্র করল মোহনবাগান

 ডুরান্ড অভিযান আরও কঠিন হল সবুজ-মেরুনের।

হারের পর ড্র—ডুরান্ড কাপের নক আউট পর্ব থেকে আরও কিছুটা দূরে সরে গেল এটিকে মোহনবাগান। বুধবার মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ৭৭ মিনিট পর্যন্ত লিস্টন কোলাসোর গোলে এগিয়ে থেকেও জিততে পারল না সবুজ-মেরুন শিবির।

এ দিন কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু থেকেই বিপক্ষকে চাপে রাখার চেষ্টা করে এটিকে মোহনবাগান। দ্বিতীয় মিনিটেই ডানদিক দিয়ে ওঠা লিস্টন কোলাসোর কোনাকুনি শট পোস্টে লেগে ফিরে আসে। তবে ৪০ মিনিটের মাথায় কাজের কাজটি করে ফেলে এটিকে মোহনবাগান। ডানদিকের উইংয়ে হুগো বুমৌসের পা থেকে বল পেয়ে বক্সে ঢুকে ক্রস দেন আশিস, যা মুম্বইয়ের গোলকিপার ফুর্বা লাচেনপার হাতে লেগে ছিটকে সামনে লিস্টন কোলাসোর পায়ে এসে পড়ে এবং তিনি গোলে শট নিয়ে বিন্দুমাত্র ভুল করেননি (১-০)। ৬৮ মিনিটের মাথায় যিনি পরিবর্ত হিসেবে নেমেছিলেন, সেই পেরেইরা দিয়াজই গোল করে দলকে ফের লড়াইয়ের জায়গায় এনে দেন। ডান দিকের উইং দিয়ে ওঠা আর এক পরিবর্ত সঞ্জীব স্টালিনের সেন্টার পেয়ে গোলের বাঁ দিক থেকে কোণাকুনি হেডে গোলটি করেন দিয়াজ (১-১)।

     

বিজ্ঞাপন

Goto Top