নির্ধারিত সময়ে ম্যাচ ২-২।
টাইব্রেকারে পাবলো পেরেজের পেনাল্টি শট বারের ওপর দিয়ে উড়ে যেতেই ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়াম কেঁপে উঠল সবুজ-মেরুন সমর্থকদের চিৎকারে। রীতিমতো শব্দের বিষ্ফোরণ ঘটল যেন। ততক্ষণে ফাইনালে পেনাল্টি শুট আউটে ৪-৩-এ বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে প্রথমবার হিরো আইএসএলের চ্যাম্পিয়নশিপ সুনিশ্চিত করে ফেলেছে এটিকে মোহনবাগান। এই নিয়ে দ্বিতীয়বারের চেষ্টায় সাফল্য এল কলকাতার দলে। ২০১৯-২০ মরশুমে শেষবার দেশের সেরা লিগের খেতাব কলকাতা নিয়ে আসে এটিকে এফসি। দু’বছর পর ফের তা আসছে ফুটবলের মক্কা কলকাতায়।
শনিবার রাতে খেতাবী লড়াইয়ে ১২০ মিনিট পর্যন্ত ফল ২-২ থাকার পরে ম্যাচ পেনাল্টি শুট আউটে গড়ায়। দিমিত্রিয়স পেট্রাটস, লিস্টন কোলাসো, কিয়ান নাসিরি ও মনবীর সিং তাঁদের দায়িত্বে সফল হন। তাঁদের গোলকিপার গোল্ডেন গ্লাভজয়ী বিশাল কয়েথ বেঙ্গালুরুর ব্রুনো সিলভার শট আটকে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান। কিন্তু সুনীল ছেত্রীর দলের মিডফিল্ডার পাবলো পেরেজ বারের ওপর দিয়ে বল উড়িয়ে দিতেই হিরো আইএসএল ট্রফিতে কলকাতার ঐতিহ্যবাহী ক্লাবের নাম লেখা হয়ে যায়।
এটিকে মোহনবাগান তাদের অভিষেক মরশুমেই (২০২০-২১) ফাইনালে উঠেছিল। কিন্তু সেবার তারা মুম্বই সিটি এফসি-র কাছে ১-২-এ হেরে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া করে। কিন্তু দ্বিতীয়বারের চেষ্টায় দেশের সেরা ফুটবল লিগের খেতাব জিতে নেয় তারা। এই জয়ের পরেই দলের পক্ষ থেকে তাদের প্রধান কর্তা সঞ্জীব গোয়েঙ্কা ঘোষণা করেন আগামী মরশুম থেকে সবুজ-মেরুন বাহিনী হিরো আইএসএলে খেলবে মোহনবাগান সুপার জায়ান্টস নামে।
এ দিন নির্ধারিত ৯০ মিনিটে হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই দলের মধ্যে। দুই দলের চারটি গোলের তিনটিই আসে পেনাল্টি থেকে। ১৪ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন অস্ট্রেলীয় ফরোয়ার্ড দিমিত্রিয়স পেট্রাটস। প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে পেনাল্টি থেকেই গোল শোধ করেন সুনীল ছেত্রী। ৭৮ মিনিটে কর্নারে হেড করে দলকে এগিয়ে দেন প্রাক্তন সবুজ-মেরুন তারকা রয় কৃষ্ণা। কিন্তু ৮৫ মিনিটের মাথায় ফের পেনাল্টি পায় এটিকে মোহনবাগান ও তা থেকে ফের সমতা আনেন পেট্রাটস। এর পরেও জয়সূচক গোলের একাধিক সুযোগ পেয়েছিল তারা। কিন্তু কোনওটিই কাজে লাগাতে পারেনি।