ফল ২-০।
ফের ডার্বি জয়ের হাসি মুখে নিয়ে মাঠ ছাড়লেন এটিকে মোহনবাগান তারকারা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ জেতার আনন্দ বুকে নিয়ে স্টেডিয়াম থেকে বাড়ির পথে গেলেন সবুজ-মেরুন সমর্থকেরা। অন্য দিকে ১৪৯০ দিন ধরে চিরপ্রতিদ্বন্দীদের হারাতে না পারার যন্ত্রণা বুকে নিয়ে আরও এক ডার্বির শেষ বাঁশি শুনতে হল লাল-হলুদ জনতাকে। ফের ব্যর্থতার জ্বালায় জর্জরিত হয়ে মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল এফসি। হিরো আইএসএলের তিন মরশুমে এই নিয়ে টানা ছ’নম্বর ম্যাচে জয় পেল এটিকে মোহনবাগান। ফল ২-০।
শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ষাট হাজারেরও বেশি ফুটবলপ্রেমীর সামনে এ দিন সারা ম্যাচে আধিপত্য বিস্তার করে সবুজ-মেরুন বাহিনী। ৬৮ মিনিটের মাথায় সার্বিয়ান ডিফেন্ডার স্লাভকো দামিয়ানোভিচ ও ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে পেট্রাটসের সুযোগসন্ধানী গোলে ম্যাচ জিতে নেয় এটিকে মোহনবাগান। অস্ট্রেলীয় ডিফেন্ডার ব্রেন্ডান হ্যামিল কার্ড সমস্যায় এ দিন খেলতে পারেননি। কিন্তু তাঁর জায়গায় নামা সার্বিয়ান ডিফেন্ডার স্লাভকোই বহু প্রতিক্ষীত গোলটি এনে দেন দলকে। কার্ল ম্যাকহিউও এ দিন চোটের জন্য খেলতে পারেননি। তবে হুগো বুমৌসের উপস্থিতি বরাবরের মতো দলকে রীতিমতো চাঙ্গা করে তোলে।