পিছিয়ে পড়েও জয় সবুজ-মেরুনের।
হুগো বুমৌস, কার্ল ম্যাকহিউ, আশিক কুরুনিয়ান ও শুভাশিস বোস প্রথম এগারোয় ফিরতেই চেনা ছন্দে ফিরে এল এটিকে মোহনবাগান এবং দাপুটে পারফরম্যান্স দেখিয়ে গতবারের ফাইনালিস্ট কেরালা ব্লাস্টার্সকে ২-১-এ হারাল তারা। হিরো আইএসএলে কেরালার দলের বিরুদ্ধে অপরাজিত তকমাটি রয়েই গেল তাদের কাছে।
শনিবার ঘরের মাঠে এই জয়ের সঙ্গে চলতি হিরো আইএসএলের প্লে অফে জায়গা পাকা করে নিল সবুজ-মেরুন বাহিনী। এই নিয়ে টানা তিনবার নক আউট পর্বে উঠল কলকাতার দল। তবে তিন বা চারের মধ্যে থাকতে হলে তাদের আগামী শনিবার কলকাতা ডার্বি থেকেও পুরো তিন পয়েন্ট অর্জন করতে হবে। এটিকে মোহনবাগানের এই জয়ের সঙ্গে প্লে অফের পাঁচটি জায়গা নিশ্চিত হয়ে গেল। ষষ্ঠ তথা শেষ জায়গাটির জন্য এখন লড়াই ওডিশা এফসি ও এফসি গোয়ার মধ্যে।
যে ম্যাচকে সবুজ-মেরুন শিবির কার্যত ফাইনাল হিসেবে ধরেছিল, শনিবার সেই ম্যাচে এক গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত জয়ের হাসি মুখে নিয়ে মাঠ ছাড়ে তারা। ১৬ মিনিটের মাথায় দিমিত্রিয়স দিয়ামান্তাকসের গোলে এগিয়ে যায় কেরালা ব্লাস্টার্স। কিন্তু ২৩ মিনিটের মাথায় হেড করে সেই গোল শোধ করেন কার্ল ম্যাকহিউ এবং ৭১ মিনিটে জয়সূচক গোলটিও আসে তাঁর পা থেকে।