• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

শুভাশিসের শেষ মুহূর্তের গোলে জয় এটিকে-মোহনবাগানের

জিতে লিগ টেবলে দু’নম্বরে উঠে এল সবুজ-মেরুন।

ম্যাচের শেষ মুহূর্তে দুর্দান্ত জয়সূচক গোল করে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে পুরো তিন পয়েন্ট তুলে নিল এটিকে মোহনবাগান। বৃহস্পতিবার রাতে ২-১ জয়ের ফলে লক্ষ্মীলাভ হল সবুজ-মেরুন বাহিনীর। এই জয়ের সুবাদে লিগ টেবলের দুই নম্বরে উঠে এল গতবারের সেমিফাইনালিস্টরা। এখন তাদের সামনে শুধু গতবারের চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি। যাদের সঙ্গে এখন ছ’পয়েন্টের ফারাক। 

একাধিক গোলের সুযোগ হাতছাড়া হওয়ার পরে লিস্টন কোলাসো ৩৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। ব্যবধান বাড়ানোর সুযোগও কম পায়নি সবুজ-মেরুন বাহিনী। কিন্তু জয় সুনিশ্চিত করার গোলটি পাওয়ার আগেই নর্থইস্টের অস্ট্রেলীয় ডিফেন্ডার ৮১ মিনিটের মাথায় কর্নার থেকে দুর্দান্ত হেড করে গোল শোধ করেন।

তিন পয়েন্ট খোয়ানোর আশঙ্কায় মরিয়া হয়ে ওঠে এটিকে মোহনবাগান এবং ৮৯ মিনিটের মাথায় পেট্রাটসের নিখুঁত ভলিতে অসাধারণ হেড করে দলকে জয় এনে দেন ম্যাচের নায়ক শুভাশিস। এ দিন তাঁর পাসিং অ্যাকিউরেসি ছিল ৭৮%। দুটি গোলের সুযোগ তৈরি করেন এবং দুটি ইন্টারসেপশনও করেন। ওপর থেকে নীচ রীতিমতো মাঠ চষে বেড়ান তিনি। দুর্দান্ত পারফরম্যান্স দেখান হুগো বুমৌস ও পেট্রাটসও। 

     

বিজ্ঞাপন

Goto Top