আইএসএল ২০২২-২৩-এর শুরুটা একেবারেই ভাল হল না গতবারের সেমিফাইনালিস্ট এটিকে মোহনবাগানের। মঙ্গলবার ঘরের মাঠে চেন্নাইন এফসি-র কাছে ১-২ হার দিয়ে এ বারের লিগ অভিযান শুরু করল তারা। প্রথমার্ধের গোলে এগিয়ে যাওয়া সত্ত্বেও দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে প্রায় হতোদ্যম হয়ে পড়া এটিকে মোহনবাগানের দূর্বলতা কাজে লাগিয়ে ১৯ মিনিটের মধ্যে দু-দু’টি গোল করে জয় ছিনিয়ে নেয় চেন্নাইন।
২৭ মিনিটে মনবীর সিংয়ের অনবদ্য গোলে এগিয়ে যাওয়ার পর থেকেই এটিকে মোহনবাগানের গতি ও উদ্যমে ঘাটতি দেখা যায়। দ্বিতীয়ার্ধে যা আরও কমতে দেখা যায়। রক্ষণে বাড়তে থাকা ফাটল কাজে লাগিয়ে আক্রমণে উঠে আদায় করা পেনাল্টি থেকে ৬৪ মিনিটের মাথায় গোল করে সমতা আনেন ঘানাইয়ান ফরোয়ার্ড কুয়ামে কারিকারি। এর ১৯ মিনিট পরে তাঁরই ক্রস থেকে গোল করে দলকে জেতান বাংলা থেকে উঠে আসা ফরোয়ার্ড রহিম আলি।
চেন্নাইনের জার্সি গায়ে এ দিন বাংলার চারজন ফুটবলারকে দেখা যায়। গোলে অসাধারণ দক্ষতার প্রমাণ দেন অভিজ্ঞ তারকা দেবজিৎ মজুমদার। একাধিক অবধারিত গোল বাঁচিয়ে এ দিন তিনি দলের হার বাঁচান। রহিম আলি জয়সূচক গোল করেন। নারায়ণ দাস ও সৌরভ দাসও প্রতিপক্ষকে আটকানোর দায়িত্ব নিখুঁত ভাবে পালন করেন। সব মিলিয়ে বলা যায় চেন্নাইনের বঙ্গ ফুটবলাররাই এ দিন হারিয়ে দিল এটিকে মোহনবাগানকে।