• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

ইস্পাতনগরীতে ছন্নছাড়া ফুটবল খেলে গোলশূন্য ড্র এটিকে মোহনবাগানের

ম্যাচের ফল গোলশূন্য। 

 

 

জামশেদপুরের ঘরের মাঠে এতটাই ছন্নছাড়া ফুটবল খেলল এটিকে মোহনবাগান যে, শেষ পর্যন্ত ইস্পাতনগরী থেকে এক পয়েন্টের বেশি নিয়ে ফিরতে পারছে না তারা লিগ টেবলের দশ নম্বরে থাকা দলের বিরুদ্ধেও জয়ে ফিরতে পারল না তারা চলতি লিগের তৃতীয় গোলশূন্য ম্যাচ খেলে আপাতত ১৭ ম্যাচ থেকে ২৮ পয়েন্ট নিয়ে পাঁচ থেকে চার নম্বরে উঠে এল সবুজ-মেরুন বাহিনী জামশেদপুর রয়ে গেল দশেই

দিন দুই দলই দিশাহীন ফুটবল খেলে মাঝমাঠে দুই দলের গোল এরিয়ায় অসংখ্য ভুল পাস করেন দুপক্ষের ফুটবলাররাই ম্যাচের শেষ দিকে দুই দলই একে অপরের বিরুদ্ধে সাতটি করে গোলে শট নিলেও একটিও জালে জড়াতে পারেনি দুই গোলকিপারের জন্য জামশেদপুরের টি পি রেহনেশ এটিকে মোহনবাগানের বিশাল কয়েথ সাতটি করে সেভ করায় দুই দলকেই দিন এক পয়েন্ট করে নিয়ে মাঠ ছাড়তে হয়

হুগো বুমৌস খেলবেন, এমন খবর থাকলেও সম্ভবত নতুন চোট তাঁকে এই ম্যাচ থেকে ছিটকে দেয় বুমৌসের অনুপস্থিতির ছাপ দিন স্পষ্ট ছিল তাঁর দলের পারফরম্যান্সে চোটের কারণে যদি তিনি পরের দুই ম্যাচেও খেলতে না পারেন, তা হলে যে সবুজ-মেরুন বাহিনীর ভবিষ্যৎ খুব একটা উজ্জ্বল নয়, তার ইঙ্গিত এই ম্যাচেই পাওয়া গেল আগামী দুই ম্যাচই তাদের চেয়ে ওপরে থাকা দুই দল হায়দরাবাদ এফসি কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জামশেদপুরের বিরুদ্ধেই যখন দলের এমন বেহাল দশা ফুটে উঠল, তখন এই দুই দলের বিরুদ্ধে তারা কতটা কী করতে পারবে, সেটাই এখন প্রশ্ন

 

 

     

বিজ্ঞাপন

Goto Top