• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ড্র মোহনবাগানের

এগিয়ে গিয়েও পয়েন্ট নষ্ট।

এক গোলে এগিয়ে গিয়েও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের যুব দলের বিরুদ্ধে জয় পেল না এটিকে মোহনবাগানের যুবরা। ১-১ ড্রয়ে প্রিমিয়ার লিগ নেক্সট জেন কাপ অভিযান শুরু করল তারা।

এদিন নভি মুম্বইয়ের রিলায়্যান্স কর্পোরেট পার্কে ম্যাচের দশম মিনিটেই প্রতি আক্রমণে উঠে এক অনবদ্য গোল করে এটিকে মোহনবাগানকে এগিয়ে দেন সুহেল আহমেদ ভাট। ওয়েস্ট হ্যামের রক্ষণের বুক চিরে গোল করে আসেন সুহেল। এদিন সুহেল, কিয়ান নাসিরি ও ইঙ্গসন সিং-এর ত্রয়ী ওয়েস্ট হ্যামের রক্ষণকে প্রায় সর্বক্ষণই ব্যস্ত রাখেন। গোলের পর তাদের মাঝমাঠও তৎপর হয়ে ওঠে বিপক্ষের আক্রমণ প্রতিহত করতে।

৫০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোলশোধের সুবর্ণ সুযোগ পায় ইংলিশ দল। কিন্তু অসাধারণ ক্ষিপ্রতায় তা বাঁচিয়ে দেন গোলকিপার অর্শদীপ।শেষে ওয়েস্ট হ্যামের পরিবর্ত ফুটবলার ফেভর ফাউনুমির গোলে হার এড়ায় এফএ ইয়ুথ চ্যাম্পিয়নরা।ম্যাচের পর গর্বিত সবুজ মেরুন কোচ জোসেপ মারিয়া রোমা গিলবার্ট বলেন, "যে দলটার বিরুদ্ধে আমরা আজ খেললাম, ওরা ইংল্যান্ডের যুব ফুটবলে সেরা। ফাইনালে ওরা আর্সেনালকে ৫-১-এ হারায়। তাই এই ম্যাচে শেষ প্রর্যন্ত লড়াই করাই ছিল আমাদের পরিকল্পনা। যথেষ্ট ভাল খেলেছে ছেলেরা। অনেক সুযোগ তৈরি করেছি আমরা। এর পরে বক্সের মধ্যে মাথা আরও ঠাণ্ডা রাখতে হবে আমাদের ছেলেদের"। এটিকে মোহনবাগানের পরের ম্যাচ শনিবার, গতবারের চ্যাম্পিয়ন স্টেলেনবশের বিরুদ্ধে। 

     

বিজ্ঞাপন

Goto Top