• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

আজ সুপার কাপে জামশেদপুরের মুখোমুখি মোহনবাগান

আত্মবিশ্বাসী বুমোসরা। 

সুপার কাপে আজ জামশেদপুর এফসির মুখোমুখি হচ্ছে মোহনবাগান। প্রথম ম্যাচে গোকুলাম এফসিকে বড় ব্যবধানে হারানোর পরে ছন্দে রয়েছে সবুজ-মেরুন। গোলে ফিরেছেন লিস্টন কোলাসো। জামশেদপুরকে হারানোর জন্য লিস্টনই ভরসা বাগানের।

টিম ম্যানেজমেন্ট প্রতিপক্ষ নিয়ে সতর্ক। যদিও জয় ছাড়া কিছুই ভাবছে না সবুজ-মেরুন। দলের অন্যতম সেরা তারকা হুগো বুমোস বলেছেন, ‍‘যেভাবে চেয়েছিলাম সেভাবেই সুপার কাপ শুরু করেছি। প্রথম ম্যাচে গোকুলামকে বড় ব্যবধানে হারিয়েছি। এবার জামশেদপুরকেও হারাব।’

     

বিজ্ঞাপন

Goto Top