আশাবাদী জুয়ান ফেরান্দো।
গত দুই মরশুম ধরে যে ম্যাচটা হিরো আইএসএলের একেবারে শুরু থেকে দেখে আসছেন ভারতীয় ফুটবলপ্রেমীরা, রবিবার সন্ধ্যায় কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে সেই ম্যাচটাই দেখতে চলেছেন তাঁরা। যে ফুটবল দ্বৈরথে কখনও বঙ্গব্রিগেডকে হারাতে পারেনি কেরালার নতুন তারকা দল, সেই দ্বৈরথে হাজার যাটেক দর্শকের শব্দব্রহ্মকে সম্বল করে প্রথম জয় পাওয়ার জন্য মরিয়া হলুদ-বাহিনী।
কারণ, এ বার সবুজ-মেরুন ব্রিগেড ঘরের মাঠে নেমেও শুরুটা ভাল করতে পারেনি। এগিয়ে থেকেও হেরে গিয়েছে চেন্নাইন এফসি-র কাছে। ফলে বিশেষজ্ঞরা অনেকেই বলছেন, গতবারের সেমিফাইনালিস্টরা এখনও পুরোপুরি তৈরি হয়ে ওঠেনি। তাদের স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো অবশ্য বলে চলেছেন, নিজের দলের ওপর তাঁর পুরো আস্থা রয়েছে। তারা ভবিষ্যতে ভাল খেলবেই। কিন্তু এই ম্যাচেই তারা জয়ের রাস্তায় ফিরতে পারবে কি না, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন।
জয়ের ব্যাপারে আশাবাদী বাগান কোচ জুয়ান ফেরান্দো। তিন পয়েন্ট ছাড়া আর কিছুই ভাবছেন না তিনি।