• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

দুই প্রাক্তনীর গোলে হার এটিকে মোহনবাগানের

সেরা ছয়ে বেঙ্গালুরু এফসি।

 আইএসএলে এর আগে পাঁচবার মুখোমুখি হলেও কখনও এটিকে মোহনবাগানকে হারাতে পারেনি বেঙ্গালুরু এফসি। সুনীল ছেত্রীর এই আফসোস রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মিটিয়ে দিলেন তাঁর সতীর্থরা। বিশেষ করে এটিকে মোহনবাগানের দুই প্রাক্তন তারকা হাভিয়ে হার্নান্ডেজ ও রয় কৃষ্ণা। তাঁদের গোলেই এ দিন ২-১-এ জিতে চলতি লিগের সেরা ছয়ে ঢুকে পড়ল বেঙ্গালুরুর দলটি। এই নিয়ে টানা পাঁচটি ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর আরও এক উজ্জ্বল নজির তৈরি করল তারা।

প্রথমার্ধে টানটান উত্তেজনায় ঠাসা ফুটবলের পর দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে দেখা যায় বেঙ্গালুরু এফসি-কে। প্রথমার্ধে যে দাপট দেখিয়েছিল সবুজ-মেরুন বাহিনী, দ্বিতীয়ার্ধে সেই দাপট দেখাতে শুরু করে ‘ব্লু’জ’-রা। নির্ধারিত সময় শেষ হওয়ার ১২ মিনিট আগে দূরপাল্লার শটে গোল করে দলকে এগিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার হার্নান্ডেজ। ৯০ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুন করেন ফিজিয়ান স্ট্রাইকার রয় কৃষ্ণা, যিনি একসময় ছিলেন সবুজ-মেরুন সমর্থকদের নয়নের মণি। বাড়তি সময়ের তৃতীয় মিনিটে সান্ত্বনা গোলটি করে ব্যবধান কমান দিমিত্রিয় পেট্রাটস।

এই জয়ের ফলে বেঙ্গালুরু এফসি ১৭ ম্যাচে ২৫ পয়েন্ট অর্জন করে ওডিশা এফসি-কে টপকে লিগ টেবলের ছ’নম্বর স্থানে উঠে এল। যদিও ওডিশা এক ম্যাচ কম পেয়ে তাদের চেয়ে দু’পয়েন্ট পিছনে। সোমবার এফসি গোয়াকে হারাতে পারলে তারা ফের ছ’নম্বরে উঠে পড়বে। পাঁচ নম্বরে থাকা গোয়ার দল ওডিশার ঘরের মাঠে তাদের আটকাতে পারবে কি না, সে দিকেই তাকিয়ে থাকবেন সুনীল ছেত্রীরা।

     

বিজ্ঞাপন

Goto Top