এক সময়ে এটিকে মোহনবাগান সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছিলেন যিনি, সেই ফিজিয়ান স্ট্রাইকার রয় কৃষ্ণার বেঙ্গালুরু এফসি-তে যোগ দেওয়ার সরকারি ঘোষণার দিনই সবুজ-মেরুন শিবির তাঁর বিকল্প বিদেশি স্ট্রাইকারের নাম ঘোষণা করে দিল। তিনি অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে থাকা দিমিত্রিয়াস পেত্রাতোস।
সোমবার দুপুরে প্রায় একই সঙ্গে সোশ্যাল মিডিয়া মারফৎ সরকারি ভাবে এই দুই স্ট্রাইকারকে নেওয়ার খবর জানিয়ে দেয় এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি। কলকাতার ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ২০১৮ বিশ্বকাপে খেলা ২৯ বছর বয়সি অস্ট্রেলিয়ান স্ট্রাইকারকে সই করিয়েছে তারা।
জানানো হয়, এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো এমন একজন স্ট্রাইকার খুঁজছিলেন, যিনি প্রয়োজনে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন। অস্ট্রেলিয়ার পেত্রাতোস সে রকমই একজন ফুটবলার, যিনি দেশের হয়ে এবং ক্লাব ফুটবলে এই দুই ভূমিকা ছাড়াও উইঙ্গার হিসেবেও খেলেছেন।
রাশিয়ায় গত বিশ্বকাপের মূলপর্বে তিনি অস্ট্রেলিয়ার স্কোয়াডে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি। দেশের হয়ে এ পর্যন্ত তিনটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছেন। ২০১৩-১৪-য় অস্ট্রেলিয়ার লিগে চ্যাম্পিয়ন ব্রিসবেন রোর্সের সদস্যও ছিলেন তিনি। সে বার এ লিগ প্রিমিয়ারশিপও জেতে তারাই। এই ক্লাবের হয়েই সবচেয়ে বেশি, ৯৪টি ম্যাচ খেলেছেন পেত্রাতোস।
২০২০-২১-এ সৌদি আরবের আল ওয়েহদা এফসি-তে যোগ দেওয়ার পরে তিনি পরবর্তী মরশুমে লোনে যান ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সে। সেখান থেকেই এটিকে মোহনবাগানে আসছেন পেত্রাতোস। ক্লাব ফুটবলে এ পর্যন্ত ৫৪টি গোল রয়েছে তাঁর। ভারতে এসে ডেভিড উইলিয়ামসের মতো তিনি সফল হতে পারেন কি না, সেটাই দেখার।