কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামের গ্যালারিতে হাজার ৩৪ মানুষের বন্যায় একটাই রঙ দেখা যাচ্ছিল রবিবার, হলুদ। কিন্তু তাঁদের মধ্যেও যে কয়েকশো মানুষ সাদা-সবুজ-মেরুন জার্সি গায়ে এটিকে মোহনবাগানের হয়ে গলা ফাটাতে এসেছিলেন, তা বোঝা গেল ম্যাচের একেবারে শেষে, যখন অস্ট্রেলিয়া থেকে আসা অ্যাটাকিং মিডফিল্ডার দিমিত্রিয়স পেট্রাটস তাঁর হ্যাটট্রিকটি পূর্ণ করে ব্লাস্টার্সের বিরুদ্ধে ৫-২-এ জয় ছিনিয়ে নিলেন।
কেরালা ব্লাস্টার্সের ঘরের মাঠে নেমে তাদের হারিয়ে আসা যে কতটা কঠিন, তা ন’দিন আগেই টের পেয়েছিল কলকাতার আরেক দল ইস্টবেঙ্গল এফসি। একেই এগারো জন দুর্ধর্ষ ফুটবলারের মুখোমুখি হওয়া, তার ওপর গ্যালারিতে হাজার হাজার সমর্থকের উল্লাস ও চিৎকার। এই দুইয়ের বিরুদ্ধে খেলেও যে তাদের বিরুদ্ধে দাপুটে জয় পাওয়া যায়, তা রবিবার দেখিয়ে দিল গত আইএসএলের সেমিফাইনালিস্ট এটিকে মোহনবাগান।