• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

ওড়িশাকে ছিটকে দিয়ে শেষ চারে মোহনবাগান

বুমৌস, পেট্রাটসের গোল।

ঘরের মাঠে জোড়া গোলে ওডিশা এফসি-কে হারিয়ে চলতি হিরো আইএসএলের সেমিফাইনালে পৌঁছে গেল এটিকে মোহনবাগান, যারা গতবারেও সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল। গতবার শেষ চারের লড়াইয়ে যাদের কাছে হেরে ছিটকে গিয়েছিল সবুজ-মেরুন বাহিনী, সেই হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধেই ফের সেমিফাইনালে নামতে হবে তাদের। এই নিয়ে টানা তিনবার শেষ চারে উঠল কলকাতার দল।  

শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে রীতিমতো দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ২-০-য় জেতে সবুজ-মেরুন বাহিনী। প্রথমার্ধে হুগো বুমৌস ও দ্বিতীয়ার্ধে দিমিত্রিয়স পেট্রাটসের গোলে এ দিন ম্যাচ জিতে নেয় তারা। যদিও অসংখ্য সুযোগ পেয়েছিল কলকাতার দল। সেগুলোর অর্ধেক কাজে লাগাতে পারলেও আরও বড় ব্যবধানে জিতত তারা। সারা ম্যাচে ছ’টি শট গোলে রাখেন পেট্রাটসরা। সেখানে ওডিশা একটির বেশি গোলমুখী শট নিতে পারেনি। মোট ১১টি গোলের সুযোগ তৈরি করেন তাঁরা। দলের দুই উইঙ্গার মনবীর সিং ও লিস্টন কোলাসোই তিনটি করে সুযোগ তৈরি করে নেন। কিন্তু একটি থেকেও গোল পাননি।   

আগামী ৯ ও ১৩ মার্চ গতবারের চ্যাম্পিয়ন হায়দরাবাদের বিরুদ্ধে রক্ষণ ও আক্রমণের মধ্যে এই ভারসাম্য বজায় থাকলে এটিকে মোহনবাগানকে রোখা যে বেশ কঠিন হবে, এ দিন যুবভারতীর গ্যালারিতে বসে তা ভাল ভাবেই বুঝে নিলেন হায়দরাবাদের কোচ মানোলো মার্কেজ।    

     

বিজ্ঞাপন

Goto Top