• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

ডার্বি জয় এটিকে-মোহনবাগানের

ইস্টবেঙ্গলের আত্মঘাতী গোল নক আউটের দৌড়ে ফেরাল সবুজ-মেরুনকে।

ফের ডার্বিতে শেষ হাসি হাসল এটিকে মোহনবাগান। গত দুই মরশুমে টানা চারবার হারার পরে এই মরশুমের প্রথম ডার্বিতেও হার এড়াতে পারল না ইস্টবেঙ্গল। রবিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের ‘বি’ গ্রুপের ম্যাচে ১-০-য় জিতে গ্রুপে চিরপ্রতিদ্বন্দীদের টপকে গেল এটিকে মোহনবাগান। ডার্বি জিতলেও কিন্তু তাদের নক আউটে পৌঁছনো নিশ্চিত হল না। বরং বলা যায়, নক আউটের দৌড়ে ফিরে এল তারা।

এই নিয়ে তিন ম্যাচে চার পয়েন্ট পেল তারা। তবে শেষ ম্যাচে নৌসেনার দলকে হারাতেই হবে সবুজ-মেরুন বাহিনীকে। এই পরিস্থিতিতে সোমবারের মুম্বই সিটি এফসি ও রাজস্থান ইউনাইটেডের মধ্যে ম্যাচ তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেল। 

রবিবার যুবভারতীতে হাজার ষাটেক দর্শকের সামনে ম্যাচের বেশির ভাগ সময়েই অধিপত্য বজায় রেখে খেললেও অবশ্য এটিকে মোহনবাগানের কোনও ফুটবলার জয়সূচক গোল করতে পারেননি। লিস্টন কোলাসোদের গোল উপহার দেন ইস্টবেঙ্গলের ফরোয়ার্ড সুমিত পাসি। প্রথমার্ধের স্টপেজ টাইমে তাঁর নিজ গোলে ম্যাচ জেতে এটিকে মোহনবাগান। তবে রক্ষণের সমস্যা কাটিয়ে এ দিন প্রতিপক্ষকে কোনও গোল করতে দেননি প্রীতম কোটাল, ফ্লোরেন্তিন পোগবারা।  

প্রকিপক্ষ কঠিন হলেও এ দিন তিন ব্যাকেই খেলা শুরু করে এটিকে মোহনবাগান। প্রত্যাশিত ভাবেই শুরু থেকে বিপক্ষকে চাপে রাখার প্রবণতা নিয়েই মাঠে নামে তারা। বাঁ দিক দিয়ে লিস্টন কোলাসো ও আশিক কুরুনিয়ানই বেশির ভাগ আক্রমণ তৈরি করার চেষ্টা করেন।প্রথমার্ধের বাড়তি দু’মিনিট সময়ের শেষে যা হল, তা প্রায় অবিশ্বাস্য। কোলাসোর কর্নার প্রথম পোস্টের সামনে ক্লিয়ার করতে গিয়ে মিস করেন এলিয়ান্দ্রো। তাঁর পিছনেই থাকা পঞ্জাবি তরুণ ফরোয়ার্ড সুমিত পাসির গায়ে লেগে বল জালে জড়িয়ে যায় (১-০)।৯০ মিনিটের মাথায় বক্সের মধ্যে অরক্ষিত পোগবা বুক দিয়ে বল নামিয়ে গোলে শট নিলেও বল গোলের বাইরে চলে যায়। তার দু’মিনিট আগেই কিয়ান বারের ওপর দিয়ে বল উড়িয়ে দেন। দ্বিতীয়ার্ধে বাড়তি চার মিনিট সময় পেলেও কোনও দল তা কাজে লাগাতে পারেনি।

     

বিজ্ঞাপন

Goto Top