• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

প্রয়াত বদ্রু বন্দ্যোপাধ্যায়

শোকের ছায়া বাংলার ফুটবলে। 

 

চলে গেলেন বাংলার কিংবদন্তি ফুটবলার সমর বন্দ্যোপাধ্যায়। যিনি বাংলার ফুটবলে বদ্রু বন্দ্যোপাধ্যায় নামে পরিচিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। শুক্রবার রাত .১০ মিনিট নাগাদ এসএসকেএম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি ফুটবলার। বার্ধক্যজনিত অসুস্থতায় বেশ কয়েকদিন ধরেই ভুগছিলেন তিনি রেখে গেলেন নাতনি এবং পুত্রবধূকে। তাঁর প্রয়াণে শোকের ছায়া ফুটবল জগতে।

বদ্রুর নেতৃত্বে ১৯৫৬ সালের মেলবোর্ন অলিম্পিকে ভারতীয় ফুটবল দল সেমিফাইনালে পৌঁছেছিল তৎকালীন যুগোস্লাভিয়ার কাছে শেষ চারের লড়াইয়ে হেরে যাওয়ায় সেবার আর ফাইনালের ছাড়পত্র পায়নি ভারত ফুটবলার কোচ হিসেবে সন্তোষ ট্রফি জয়ের কৃতিত্ব ছিল বদ্রুর।

     

বিজ্ঞাপন

Goto Top