টানা ৩৫ ম্যাচ অপরাজিত বায়ার্ন।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে বার্সেলোনাকে হারিয়ে দিল বায়ার্ন। রুদ্ধশ্বাস ম্যাচে ২-০ গোলে জিতল জার্মানির ক্লাবটি।
বিরতির আগে অনেক সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি বার্সেলোনা। সুযোগ নষ্টের খেসারত দিতে জাভির দলকে। ম্যাচের ৫০ মিনিটে লুকাস হার্নান্ডেজ গোল করে বায়ার্নকে এগিয়ে দেন। এরপর ৫৪ মিনিটে লেরয় মানে গোল করে বায়ার্নের পক্ষে ব্যবধান বাড়ান। এরপর আক্রমণ গড়লেও বার্সেলোনার পক্ষে আর সমতা ফেরানো সম্ভব হয়নি। যদিও বায়ার্নও আর গোলের ব্যবধান বাড়াতে পারেনি। শেষ পর্যন্ত ম্যাচিট হেরে গিয়েছে বার্সেলোনা। এই ম্যাচ জেতার পরে টানা ৩৫ ম্যাচ অপরাজিত রয়েছে বায়ার্ন।