• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

বিশ্বকাপ থেকে বিদায় নিল বেলজিয়াম

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করলেন লুকাকুরা। 

বেলজিয়ামের কাছে ম্যাচটি ছিল মরণ-বাঁচন। এই ম্যাচ জিততেই হত তাদের। কিন্তু গ্রুপ  লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়াকে হারাতে পারল না বেলজিয়াম। গোলের একাধিক সুযোগ নষ্ট করলেন লুকাকু। শেষ পর্যন্ত ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। এই গোলশূন্য ড্র করার জন্যই বিশ্বকাপের গ্রুপ লিগ থেকেই ছিটকে গেল বেলজিয়াম। 

শুরুতে দুটো দলই আক্রমণা্ত্মক ফুটবল  খেলার চেষ্টা করে। তুলনামূলক বেশি ভালো খেলে বেলজিয়াম। দ্বিতীয়ার্ধে লুকাকু অনেক গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু তা কাজে লাগাতে পা্রেননি। তাই শেষ পর্যন্ত বিদায় নিতে হল বেলজিয়ামকে। 

     

বিজ্ঞাপন

Goto Top