সন্তোষের বদলা নিল বিশ্বজিতের দল।
সন্তোষ ট্রফির ফাইনালে হারের মধুর প্রতিশোধ নিল বাংলা। জাতীয় গেসমের ফাইনালে কেরলকে ৫-০ গোলে হারিয়ে দিল বিশ্বজিৎ ভট্টাচার্যের দল। এই জয়ের ফলে ফুটবলে সোনা জিতল বাংলা।
প্রথমার্ধে তিন গোলে এগিয়ে ছিল বাংলা। জোড়া গোল করে নরহরি শ্রেষ্টা।আর একটি গোল করেন রবি হাঁসদা। দ্বিতীয়ার্ধে অনবদ্য গোলে হ্যাটট্রিক করেন পূর্ণ করেন নরহরি। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে পঞ্চম গোল করেন অমিত চক্রবর্তী।সোনা জয়ের পরে বিশ্বজিৎ বলেন, ‘বাংলা এখনও বাঘ। সেরা দল পাইনি। তবুও আমরা সোনা জিতলাম।’