• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

সুইসদের হারিয়ে নকআউটে ব্রাজিল

গোল করলেন কাসেমিরো। 

প্রত্যাশিতভাবেই সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের প্রি-কোয়ার্টারে চলে গেল ব্রাজিল। দলের সেরা স্ট্রাইকার নেইমার ছিলেন না। তাই কিছুটা দ্বিধায় ছিলেন ব্রাজিলের সমর্থকরা। কিন্তু জল্পনার অবসান। শেষ পর্যন্ত সুইসদের ১-০ গোলে হারিয়ে নকআউটে চলে গেল ব্রাজিল।

এদিন জয় অবশ্য সহজে আসেনি। বিরতির সময় ম্যাচের ফল গোলশূন্য ছিল। সুইসরা ব্রাজিলের বিরু্দ্ধে কড়া  চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল। কিন্তু ম্যাচের ৮৩ মিনিটে কাসেমিরো গোল করে কোচ তিতের মুখে হাসি ফোটান। শেষ পর্যন্ত এক গোলে জিতেই মাঠ ছাড়ে ব্রাজিল।

     

বিজ্ঞাপন

Goto Top