• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

ব্রাজিলের কোচ আনচেলোত্তি

২৬ মে থেকে দায়িত্ব বুঝে নেবেন ইটালীয় কোচ

বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল তাঁ নাম। তাঁর হাতে উঠতে চলেছে ব্রাজিলের জাতীয় দলের রিমোট কন্ট্রোল। সোমবার সেই কার্লো আনচেলোত্তির নামই ঘোষণা করল ব্রাজিল ফুটবল কনফেডারেশন। প্রথম ইতালিয়ান হিসাবে ব্রাজিলের কোচ হলেন রিয়াল মাদ্রিদের ম্যানেজার। ২৬ মে থেকে তাঁর পথচলা  শুরু হবে। 
২০২২ বিশ্বকাপে ব্যর্থতার পরে সরে দাঁড়ান তিতে। তার পর থেকে আনচেলোত্তিকে পাওয়ার চেষ্টা করছিল ব্রাজিল। কিন্তু ক্লাব ফুটবলের সফল কোচ প্রতিবারই ফিরিয়ে দেন ব্রাজিলকে। বিশ্বকাপের বাছাই পর্বে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে হারার পর থেকেই আনচেলোত্তিকে নিয়ে জল্পনার শাখাপ্রশাখা বিস্তার করতে শুরু করে। নীল-সাদা জার্সিধারীদের কাছে হারের পরে দরিভাল জুনিয়রকে বরখাস্ত করে ব্রাজিল। 
এদিকে রিয়াল মাদ্রিদ চলতি মরসুমে আনচেলোত্তির কোচিংয়ে ভালো কিছু করতে পারেনি। রবিবারের এল ক্লাসিকোয় বার্সার কাছে পরাস্ত হওয়ার পরে রিয়ালের আর ট্রফি জয়ের সম্ভাবনা নেই। তার পর দিনই ব্রাজিল নতুন কোচের নাম জানিয়ে দিল। রিয়ালেও আনচেলোত্তির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। 
ব্রাজিল ফুটবল ফেডারেশনের তরফ থেকে বলা হয়েছে, ‘সিবিএফ গর্বের সঙ্গে জানাচ্ছে কার্লো আনচেলোত্তি ব্রাজিল জাতীয় ফুটবল দলের নতুন কোচ হচ্ছেন। তাঁর দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে শুরু হবে ২৬ মে থেকে।’

     

বিজ্ঞাপন

Goto Top