আয়ারল্যান্ডের মিডফিল্ডার কার্ল ম্যাকহিউয়ের সঙ্গে আরও দু’বছরের জন্য চুক্তি করে ফেলল এটিকে মোহনবাগান। যার অর্থ আসন্ন এএফসি কাপ ও আগামী হিরো আইএসএলে তাঁকে সবুজ-মেরুন জার্সিতেই মাঠে দেখা যাবে।
সেন্ট্রাল ডিফেন্ডার, ডিফেন্সিভ মিডিও বা লেফট ব্যাক হিসেবে তাঁকে হিরো আইএসএলে দেখা গিয়েছে এর আগে। গত মরশুমে এটিকে মোহনাগানের হয়ে ১৮টি ম্যাচ খেলেছিলেন কার্ল। ৭৬টি ট্যাকল, ২৭টি ক্লিয়ারেন্স ও ২১টি ইন্টারসেপশন ছিল তাঁর খতিয়ানে। রক্ষণ ও আক্রমণের মধ্যে ভারসাম্য রক্ষা করার ব্যাপারে বিশেষজ্ঞ এমন একজন অলরাউন্ডার ফুটবলারকে তাই হয়তো ছাড়তে চাননি কোচ ফেরান্দো।
এদিকে, মঙ্গলবার বেঙ্গালুরু এফসি জানিয়ে দিল, বাংলার তরুণ সাইড ব্যাক হীরা মন্ডল এ বার তাঁদের হয়ে খেলবে। দু’বছরের জন্য সুনীল ছেত্রীর দলে চুক্তিবদ্ধ হলেন হীরা। মঙ্গলবার ক্লাবের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এক অ্যানিমেশনের মাধ্যমে সরকারি ভাবে এই খবর জানিয়ে দেওয়া হয়। প্রসঙ্গত, এর আগে বাংলার আর এক তারকা উইঙ্গার প্রবীর দাসকেও নিয়েছে তারা।
গত বছর তাঁর দল একেবারেই ভাল পারফরম্যান্স না দেখাতে পারলেও হীরা কিন্তু প্রায় প্রতি ম্যাচেই যথেষ্ট উজ্জ্বল ছিলেন। তাঁর এই অসাধারণ পারফরম্যান্সের জন্য বেঙ্গালুরু এফসি তাঁকে ডেকে নিল। ২০২০-২১-এ হিরো আই লিগে মরশুমের সেরা দলে জায়গা পান হীরা।