• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

বিশ্বকাপ থেকে বিদায় নিল জাপান

কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া।

১২০ মিনিটের মরিয়া লড়াই শেষ! অবশেষে থেমে গেল জাপানের স্বপ্নের দৌড়। কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ক্রোয়েশিয়া।টাইব্রেকারে ৩-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল জাপান। নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল ছিল গোলশূন্য।

ক্রোয়েশিয়ার দলে রয়েছে বিশ্বফুটবলে রীতিমতো সম্ভ্রম জাগানোর মতো। গতবারের রানার্স আপ তারা। দলে রয়েছেন লুকা মদ্রিচের মতো একজন শিল্পী। রয়েছেন পেরিসিচের মতো একজন লড়াকু খেলোয়াড়। তাঁদের বিরুদ্ধে ১২০ মিনিটের অদম্য লড়াই।কিন্তু শেষ পর্যন্ত টাইব্রেকারে হার মানতে হল এশিয়ার দেশটিকে।

     

বিজ্ঞাপন

Goto Top