• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

দিল্লির কাছে হার লখনউয়ের

ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারলেন না  পন্থ।

 

আইপিএলের প্রথম ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ ঋষভ পন্থ। হাড্ডাহাড্ডি ম্যাচে তাঁর লখনউ সুপার জায়ান্টসও হেরে গেল পেল দিল্লি ক্যাপিটালসের কাছে। অক্ষর প্যাটেলের দলের জয়ের নায়ক ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামা আশুতোষ শর্মা। তিনিই দিল্লির জয়ের নায়ক। প্রথম ব্যাট করে লখনউ করে ৮ উইকেটে ২০৯ রান। জবাবে দিল্লি ১৯.৩ ওভারে ৯ উইকেটে করল ২১১ রান।

ডিউ ফ্যাক্টর। তাই টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালসের নতুন নেতা অক্ষর প্যাটেল। নেতা অবশ্য নতুন লখনউ সুপার জায়ান্টসেরও। তাদের অধিনায়ক ঋষভ পন্থ বলেন, ‘সারা জীবন ডিসি-র হয়েই খেলে এসেছি। স্বাভাবিক ভাবেই প্রচুর আবেগ কাজ করছে।’
পন্থের আবেগ হয়তো বুঝেছেন মিচেল মার্শ। আইপিএলে নিজের দ্রুততম অর্ধশতরান হাঁকিয়েছেন তিনি। এডেন মার্করামের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন মার্শ। মার্করাম ১৩ বলে ১৫ রান করে আউট হয়ে গেলেও, অজি তারকা ছিলেন এদিন নিজস্ব মেজাজে। ২১ বলে হাফসেঞ্চুরি হাঁকান মার্শ। তাঁকে সঙ্গ দিতে থাকেন নিকোলাস পুরানও। ২৪ বলে অর্ধশতরান পূরণ করেন তিনি। যদিও তার আগেই সাজঘরে ফেরেন মার্শ। ৩৬ বলে ৭২ রান করে মুকেশের বলে ক্যাচ আউট হন তিনি। মার্শ ফেরার পর যেন আরও ধ্বংসাত্মক হয়ে ওঠেন পুরান। ট্রিস্টান স্টাবসকে এক ওভারে চারটি ছক্কা হাঁকান তিনি। পন্থ অবশ্য ব্যর্থ এই ম্যাচে। কুলদীপের বলে সাজঘরে ফেরেন তিনি খাতা না খুলেই (৬ বলে ০)। পুরানকে ফেরান মিচেল স্টার্ক। তবে সাজঘরে যাওয়ার আগে ৩০ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন ক্যারিবিয়ান তারকা। তবে লোয়ার অর্ডারের ব্যর্থতায় শেষ পর্যন্ত ৮ উইকেটে ২০৯ রান তোলে দিল্লি। শেষ দুই বলে দু’টি ছক্কা হাঁকিয়ে মিলার ১৯ বলে ২৭ রানে অপরাজিত ছিলেন।

জয়ের জন্য ২১০ রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয় হল দিল্লির। শুরুতেই ফিরে যান ওপেনার জেক ফ্রেজার ম্যাকগার্ক (১)। পর পর সাজঘরে ফেরেন অভিষেক পোড়েল (শূন্য), সমীর রিজ়ভি (৪)। ৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লির ইনিংস। সেই পরিস্থিতি অক্ষর এবং ওপেনার ফ্যাফ ডুপ্লেসি খানিকটা রুখে দাঁড়ানোর চেষ্টা করেন। ৬৫ রানে ৫ উইকেট হারানোর পর কিছুটা লড়াই করার চেষ্টা করেন স্ট্রিস্টান স্টাবস এবং আশুতোষ শর্মা। স্টাবস করলেন ২২ বলে ৩৪। তাঁর ব্যাট থেকে এল ১টি চার এবং ৩টি ছক্কা। শেষ দিকে অভিষেকের সঙ্গে মরিয়া লড়াই করলেন ভিপরাজ। তাঁদের আগ্রাসী ব্যাটিং কিছুটা চাপে ফেলে দেয় পন্থদের। ভিপরাজ ১৫ বলে ৩৯ রানের আগ্রাসী ইনিংস খেলে আউট হন। ৫টি চার এবং ২টি ছক্কা মারেন। স্টার্ক (২) ব্যাট হাতে পারলেন না। তবে হাল ছাড়েননি আশুতোষ। তিনি ৩১ বলে অপরাজিত ৬৬ রান করলেন। মারলেন ৫টি করে চার এবং ছয়।

     

বিজ্ঞাপন

Goto Top