• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

ডুরান্ডের প্রথম ম্যাচেই আটকে গেল ইস্টবেঙ্গল

ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে গোলশূন্য ড্র। 

স্টিফেন কনস্টানটাইনের দল ডুরান্ডের প্রথম ম্যাচে কেমন ফুটবল খেলে তা নিয়ে বিশাল কৌতুহল ছিল ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে। স্টিফেন দল অবশ্য খুব হতাশ করেনি। ডুরান্ডের প্রথম ম্যাচে লড়াকু ফুটবল উপহার দিয়েছে। যদিও ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে গোলশূন্য ব্যবধানে ম্যাচ শেষ করেছে স্টিফেনের দল।

দীর্ঘদিন পরে দলের খেলা দেখার সুযোগ পেলেন লাল-হলুদ সমর্থকরা। প্রথম ম্যাচ দেখার পরে তারা চূড়ান্ত হতাশ নন, বরং ম্যাচ শেষে লড়াইয়ের জন্য হাততালি দিয়েছেন। নেভির বিরুদ্ধে ম্যাচ অবশ্য জিততেও পারত লাল-হলুদ। যদি না সুমিত পাসি দু’টো সোনার সুযোগ নষ্ট না করতেন। এদিন লাল-হলুদের হয়ে একমাত্র বিদেশি হিসাবে মাঠে নেমেছিলেন লিমা। তাঁকে অবশ্য ফিট বলে মনে হয়নি। শেষ পর্যন্ত ড্র করেই মাঠ ছেড়েছে ইস্টবেঙ্গল।

     

বিজ্ঞাপন

Goto Top