• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

দ্বিতীয় ম্যাচও গোলশূন্য ইস্টবেঙ্গলের

রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে ড্র।

ডুরান্ড কাপের শুরুটা যে ভাবে করেছিল ইস্টবেঙ্গল, সেই ধারাবাহিকতা মরশুমের দ্বিতীয় ম্যাচেও বজায় রাখল তারা। ফের গোলশূন্য ড্র করে দুই ম্যাচ থেকে দুই পয়েন্ট সংগ্রহ করল লাল-হলুদ বাহিনী। অন্যদিকে, এটিকে মোহনবাগানের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করার পরে কলকাতার আর এক প্রধানের বিরুদ্ধে থমকে গেল আই লিগে খেলা নতুন দল রাজস্থান ইউনাইটেড।

বৃহস্পতিবার কলকাতার কিশোরভারতী স্টেডিয়ামে গোলশূন্য থেকে গেল ‘বি’ গ্রুপের গুরত্বপূর্ণ ম্যাচটি। এই ড্রয়ের ফলে অবশ্য সুবিধাই হল শীর্ষস্থানীয় মুম্বই সিটি এফসি। বৃহস্পতিবার এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ১-১ ড্র করেও গোলের বিচারে তারা গ্রুপের শীর্ষেই রয়ে গেল। রবিবার কলকাতা ডার্বির আগে এই ম্যাচ ছিল ইস্টবেঙ্গলের কাছে ড্রেস রিহার্সাল। কিন্তু যে ভাবে গোলের সুযোগ নষ্ট করার প্রদর্শনী দেখা গেল লাল-হলুদ বাহিনীর পারফরম্যান্সে, তার পরে ডার্বিতে তারা কতটা সুবিধা করতে পারবে, এই প্রশ্ন থেকেই গেল। একাধিক সুযোগ নষ্ট করেছেন ভিপি সুহের। অনিকেত যাদব, তুহিন দাসরা এ দিন একাধিক গোলের পাস বাড়ানো সত্ত্বেও সুহের, অমরজিৎ সিং কিয়াম, সুমিত পাসিরা গোলে বল রাখতে ব্যর্থ হন। পরের দিকে ব্রাজিলীয় ফরোয়ার্ড এলিয়ান্দ্রো ডস স্যান্টোস নামলেও তেমন কিছু করতে পারেননি।

     

বিজ্ঞাপন

Goto Top