• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

আজ আক্রমণাত্মক ফুটবল খেলে নর্থইস্টকে হারাতে চান কনস্ট্যানটাইন

আইএসএলে প্রথম জয় পেতে মরিয়া ইস্টবেঙ্গল।

চলতি আইএসএলে দুটি ম্যাচ খেলা হয়ে গেলেও এখনও জয়ের মুখ দেখেনি ইস্টবেঙ্গল এফসি আজ তৃতীয় ম্যাচে লিগ টেবলের সবচেয়ে নীচে থাকা দল নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে সেই সুযোগ লাল-হলুদ শিবিরের সামনে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে এই ম্যাচকে যদিও হালকা ভাবে নিতে রাজি নন তাদের ব্রিটিশ কোচ স্টিফেন কনস্টান্টাইন তাঁর বক্তব্য, এই লিগে কোনও ম্যাচই সোজা নয় তবে গত ম্যাচের দ্বিতীয়ার্ধের ছন্দ ধরে রাখতে পারলে এই ম্যাচে তাদের জেতা উচিত এই ম্যাচে আগের চেয়ে আরও আক্রমণাত্মক ফুটবলও খেলতে চান তিনি

কনস্ট্যানটাইন বলেন, ‍‘প্রথম দুটি ম্যাচে আমরা যে একেবারেই ভাল খেলিনি, তা নয়। কেরালা ব্লাস্টার্সকে আমরা ৭২ মিনিট পর্যন্ত আটকে রেখেছিলাম। দ্বিতীয় ম্যাচে (এফসি গোয়ার বিরুদ্ধে) দ্বিতীয়ার্ধে যথেষ্ট ভাল ফুটবল খেলেছি। আমার মনে হয় সেই অর্ধে আমরাই বেশি দাপট দেখিয়েছিলাম। আমার মনে হয়, ওই দুই ম্যাচের দুটি অর্ধে যা খেলেছি, সেই খেলাটা একটা গোটা ম্যাচে খেলতে হবে আমাদের। আমাদের আরও ধারাবাহিক হতে হবে। শুরুর ছন্দটা ধরে রাখতে হবে। এই ম্যাচে আমাদের একটা ইতিবাচক ফল পেতেই হবে।’

তিনি আ্রও বলেন, বেঙ্গালুরুর বিরুদ্ধে ওরা দুর্ভাগ্যবশত হেরেছে একটা পয়েন্ট ওরা পেতেই পারত ওরা সে দিন যথেষ্ট ভাল খেলেছে এই লিগে কোনও ম্যাচই সোজা নয় ফল দেখলেই তা বোঝা যায় আমাদের শৃঙ্খলাবদ্ধ এবং আগ্রাসী হতে হবে এবং ম্যাচটা জেতার চেষ্টা করতে হবে

 

 

     

বিজ্ঞাপন

Goto Top